Thursday, November 12, 2020

আমি পুরুষ বলছি



 আমি পুরুষ বলছি 

.. ঋষি 


শব্দ দাঁড়িয়ে বারান্দায় 

জানো কি পুরুষ মানুষের বাইরেই থাকার কথা ছিল ,

কথা ছিল দিনান্তে অসুস্থ স্ত্রীর ওষুধ আর ছেলের কমপ্লেন হাতে 

আটশো স্কয়ারফিটের ইএমআই এর দরজায় দাঁড়িয়ে কলিংবেল টেপার ,

কথা ছিল রাতে বালিশকে প্রেমিকা ভেবে জড়িয়ে ধরার 

জড়িয়ে থাকা সংসারটা পুরুষত্বের অধিকার নিয়ে। 

.

আজ যারা পুরুষতন্ত্র বলছে 

আজ যারা নারীতন্ত্র শুধু মাত্র স্যোসাল মিডিয়ায় বলছে 

তাদের কাছে প্রশ্ন ?

আচ্ছা আপনাদের বাবারা পুরুষ ছিল তো ?

নাকি শুধুমাত্র মায়ের দুধ খেয়ে আপনারা বড়ো হয়ে গেলেন ,

বাবার কাঁধে চড়ে ,বুকে মুখ গুঁজে ঘুমোননি আপনারা 

নাকি শুধুমাত্র পুরুষতন্ত্রের ফ্যাসিবাদ প্রমান করার জন্য 

আপনারা আপনার বাবাকেও চিনবেন  না। 

.

নিস্তব্ধ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে যে পুরুষ তার প্রেমিকাকে খোঁজে 

অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়িয়ে যে পুরুষ প্যান্টের চেইনের বদলে 

স্ত্রীর সুস্থতা খোঁজে ,

অফিসে ধার করে যে পুরুষ সন্তানের জন্মদিন করে 

প্রতিটা ভাই ফোঁটায় যে পুরুষ সাত সমুদ্র পার করে বোনের কাছে ফেরে 

যে পুরুষ প্রেমিকার অবহেলায় চোখের জল ফেলে 

কিংবা নেমে  আসে পুরুষ শরীরটা দশতলার ছাদ থেকে কর্মহানিতে 

তারা সকলে বোকা তাই না। 

রোজ দিন  একশো আটবার আপনারা যে পুরুষকে ন্যংটো করছেন 

রোজ দিন অজস্রবার আপনারা যে পুরুষকে শরীরের দাস বলছেন 

সে কি সত্যি ?

নাকি পুরুষ শব্দটা চিরকাল দাঁড়িয়ে থাকে সময়ের বাইরে 

যাকে দোষ দেওয়া খুব সোজা 

যাকে অবিশ্বাস করা খুব সোজা 

যাকে খুব সহজে সময়ের প্রটোকলে ফেলে বলা যায় 

যাকে নিয়ে নারীবাদী সময় চটকালে খুব সহজে আপনি ফেমাস। 

.

শব্দ দাঁড়িয়ে বারান্দায়

কারণ পুরুষ শব্দটা চিরকাল গোয়ালে দাঁড়ানো সেই ষাঁড়টা 

যাকে মুটেগিরি করতেই হয় ,

 যাকে নিজের পরিবার আর সময়ের অধিকার মানতেই হয়। 

তাই বলে আমি বলছি না পুরুষ শব্দটাই ফ্যাসিবাদ 

নিশ্চয় আপনি গুলি করে মারতে পারেন সেই জানোয়ারগুলোকে 

যারা ধর্ষণ করে ,নারীর ওপর পাশবিক অত্যাচার করে ,পণ চায় 

এসিড ছোঁড়ে ,আগুনে পোড়ায় নারী শরীর 

আমি বলছি সেই সব অধিকাংশ পুরুষদের কথা

যারা গৃহপালিত বাবা  ,স্বামী ,দাদা ,আরো কত পরিচিতি তাদের। 

কিন্তু যদি শব্দটাই নষ্ট হয়ে যায় 

মানে যদি আপনারা শব্দটাই নষ্ট করে দেন ,

তবে এই যে আপনারা ,এই যে দুঃখবিলাসী মহিলারা ,

এই যে নারীতন্ত্রের দালাল 

আপনারা কি একলাই সমাজের মতো পুরুষ শব্দের বিরোধিতা করবেন। 

আপনাদের সকলকে আমরার একটা বিনম্র প্রশ্ন 

সমাজের কাছে এবং সময়ের কাছে 

সত্যি কি পুরুষ মানেই  অত্যাচারী ,স্বার্থপর ,শরীরলোভী কোন জীব। 

আমার সকল নারী জন্মের কাছে   

আপনারা কি সকলেই সতী ?

নাকি সতী ততক্ষন যতক্ষণ সমাজ হাততালি দেয়।  

আমার সকল সামাজিক বন্ধু  ,সাংস্কৃতিক মঞ্চ আর নাটকের কাছে প্রশ্ন 

আপনারা কি সত্যি এই পুরুষ শব্দের প্রতিবাদ ,প্রতিবাদী হয়ে করেন 

নাকি করেন তরুণ কবির বিগ বাজেট কবিতার মতো 

নাকি করেন দর্শকের হাততালি 

কিংবা সবচেয়ে সস্তা উপায়ে টি আর পি বাড়াতে। 

.

আমি পুরুষ বলছি 

পুরুষ মানে শুধু ধ্বংস নয় কখনো কারণ পুরুষ হলো জন্মের ধারক 

দোষ ,গুন,অন্যায় সকলের থাকতে পারে 

তাই বলে পুরুষ শব্দটা নষ্ট হতে পারে না। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...