Sunday, November 15, 2020

শরীরের কবিতা



শরীরের কবিতা 
... ঋষি 
মোচড় দেওয়া প্রেম লিখবো না
আগামী মৃত্যুর দুদিন আগে স্মৃতিচারন করতে 
লিখবো সবুজ গ্রাম আর একটা পুকুরের গল্প। 
গল্পটা যুদ্ধের হতো পারতো
পারতো পুকুরের মাছগুলো, পাশের জমিগুলো পরম্পরায় আমার,
পাশাপাশি থাকলেই যুদ্ধ হবে এমন না,
পাশাপাশি দুটো স্তন হাজার বছর শুয়ে থাকলে যুদ্ধ হয় কি? 
যুদ্ধ হয় কি ব্রেসিয়ারের হঠাৎ দাম বেড়ে গেলে? 
বরং লুকিয়ে লুকিয়ে তোমায় পাওয়ার যন্ত্রনা বাড়ে। 
.
আমার যৌনতার রংটা আসলে অন্যরকম 
শহরের যৌনতায় মজা নেই, 
মজা হলো সবুজের যৌনতায়, অনেকটা ক্লোরোফিল  আছে।
শহরের নাটকের স্টেজে আসা, যাওয়া রোজ লেগে থাকে 
কিন্তু গ্রামের দুই সবুজ  উরুর  ফাঁকে নদী শুয়ে থাকে, 
কিন্তু দুঃখ হলো আজকের সমাচারে রোজকার পাতায় 
সবুজ ছাড়াই যৌনতা বাড়ছে। 
দুঃখ এটা সাজানো শহরে যৌনতার ওয়েবসিরিজে আমি, তুমি সবজান্তা
শুধু শরীর লিখে চলি শরীরের কবিতায়, 
অথচ কেউ জানে না গাছেদের  যৌন জীবন 
কেউ জানতে চায় না সবুজ পুকুর আর সবুজ গ্রাম পরিপুরক, 
শরীর সেখানে থাকে 
কিন্তু স্তন  ছাড়া যে তোমার মনের  মাপ কেউ জানতে চায় না। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...