শালা বেজন্মা
... ঋষি
৬:২৭ না ৭:৫৪ এর ট্রেন আমি জানি না
তবে জানি গন্তব্যের তারিখে একটা বিশাল চোঙ আমাদের অপেক্ষায় ,
হাঁটছি ,হাঁটছি ,আছড়ে পড়ছি
আবার উঠছি
রাশিফল বলছে শুক্রের শুক্রাণু আবারও ভেজাবে
কিন্তু কি জন্মাবে ?
জন্ম নেবে ,সম্ভাবনায় বেজন্মার।
.
বেজন্মা একটা তারিখের নাম
যে তারিখে পাঠকরা খুব সহজে নিজেদের বক্তব্য রাখবে
তুমি আটান্ন বছরের বুড়ো
অথচ তোমার প্রতিটা লোমকূপে বাড়ির বাইরে জল গড়িয়ে খাওয়ার স্বভাব ,
তুমি তোমার আত্নীয়দের ,বন্ধুদের বুকের ভিতর আটকে থাকো মাকড়শা
তারপর জাল বিস্তার।
.
এই স্বভাব চোঙটা ফেলে চলে যাচ্ছি
চোঙের সাইজের জন্মকোষ ,চোঙের সাইজের রমণ
রমণ থেকে রমণী
শালা ত্রেমাত্রায় আমি শুধু ড্রাকুলা ও কবি
আর তোমরা পুরুষ।
ভালোবাসা সেই চোঙটা ভিতর নীল আলোতে হেঁটে যাওয়ার নাম
আছড়ে পড়ার নাম
সামনে তোমার সংসার ,তোমার জন্মকোষ ,
তোমার আর ভালোবাসার তফাৎ লিখতে পারবো না
তবে তোমার জন্মকোষে হাত ঢুকিয়ে নিজেকে তুলে আনবো একদিন
শালা বেজন্মা।
No comments:
Post a Comment