Thursday, August 11, 2022

শালা বেজন্মা



শালা বেজন্মা 

... ঋষি 


৬:২৭ না ৭:৫৪ এর ট্রেন আমি জানি না 

তবে জানি গন্তব্যের তারিখে একটা বিশাল চোঙ আমাদের অপেক্ষায় ,

হাঁটছি ,হাঁটছি ,আছড়ে পড়ছি 

আবার উঠছি 

রাশিফল বলছে শুক্রের শুক্রাণু আবারও ভেজাবে 

কিন্তু কি  জন্মাবে ?

জন্ম নেবে ,সম্ভাবনায় বেজন্মার। 

.

বেজন্মা একটা তারিখের  নাম

যে তারিখে পাঠকরা খুব সহজে নিজেদের বক্তব্য রাখবে 

তুমি আটান্ন বছরের বুড়ো 

অথচ তোমার প্রতিটা লোমকূপে বাড়ির বাইরে জল গড়িয়ে খাওয়ার স্বভাব ,

তুমি তোমার আত্নীয়দের ,বন্ধুদের বুকের ভিতর আটকে থাকো মাকড়শা 

তারপর জাল বিস্তার। 

.

এই স্বভাব চোঙটা ফেলে চলে যাচ্ছি 

চোঙের সাইজের জন্মকোষ ,চোঙের সাইজের রমণ  

রমণ থেকে রমণী 

শালা ত্রেমাত্রায় আমি শুধু ড্রাকুলা ও কবি 

আর তোমরা পুরুষ। 

ভালোবাসা সেই চোঙটা ভিতর নীল আলোতে হেঁটে যাওয়ার নাম 

আছড়ে পড়ার নাম 

সামনে তোমার সংসার ,তোমার জন্মকোষ ,

তোমার  আর ভালোবাসার তফাৎ লিখতে পারবো না 

তবে তোমার জন্মকোষে হাত ঢুকিয়ে নিজেকে তুলে আনবো একদিন 

শালা বেজন্মা।  


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...