Friday, August 26, 2022

নির্লিপ্ততা

নির্লিপ্ততা 
... ঋষি 
নিজের শরীরে হাত দিয়ে যখন মনে হয় তোমাকে ছুঁয়েছি
তখন মনে হয় নদী আর সমুদ্র বিপদজনক
তখন সত্যি তুমি মানে ঘুম না আসা রাত 
বাথরুম মানে পারমানবিক চুল্লি
নিজের ভিজে চুলে হাত দিয়ে মনে হয় শ্মশানের শোক। 
.
নিজের শরীরে হাত দিয়ে যখন মনে হয় তোমাকে ছুঁয়েছি 
তখন মনে হয় একটা বিস্ফোরণ জরুরী
তখন মনে বাস্তবতার শেষে একটা খোলা চিঠি তোমার উদ্দেশ্যে
তখন নিজের প্রতিটা রোমে প্রতিফলন 
একটা অন্ধকার রাত।
.
নিজের শরীরে হাত দিয়ে যখন মনে হয় তোমাকে ছুঁয়েছি 
তখন বুঝতে পারি একটা মৃত শরীর এক নারীর গভীরে 
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চশমা,বুককেশ, পড়ার টেবিল
অসংখ্য নিয়ম ছুড়ির ডগায়, 
তখন মনে হয় একটা বোতলের ভিতর একটা 
বন্ধ সমুদ্র 
অথচ বোতলের মুখে মোহনা
একটা মৃত পুরুষ শরীর ভাসছে সমুদ্রের অনেক নিচে
মাছেরা ঠোক্কর মারছে
আর তুমি ডুবুরি হয়ে খুঁজে চলেছো আমার মৃতদেহ। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...