Friday, August 26, 2022

উদ্দেশ্য শান্তিনিকেতন

উদ্দেশ্য শান্তিনিকেতন 
.. ঋষি 
সকাল সকাল বেড়িয়ে পরি
উদ্দেশ্য শান্তিনিকেতন, 
নতুন কেনা গাড়ি, কিছুদিন হুল্লোড়
সাথে আছে ফ্যামিলি,মা, বোন, শালা শালী বন্ধুরা
একটু রিফ্রেশমেন্ট 
গন্তব্য শান্তিনিকেতন। 
.
কিছু ব্যাপার - পৌষমেলা 
কিছু ব্যাপার - গ্রামের হাট
কিছু ব্যাপার -লাল  মাটির গন্ধ 
কিছু ব্যাপার- একটু বন্ধু বান্ধব, মালটাল 
কিছু ব্যাপার - একটু বাউলের গান কিংবা গার্লফ্রেন্ড। 
.
তারপর.. 
ভুবন ডাঙার মাঠ, শনিবারের হাট
বেশ কিছু আর্টিস্টিক স্থাপত্য ব্যাগস্থ করা
পোস্ট অফিস মোড়ে দুস্থ রিকশাওয়ালার সাথে রসিকতা
ডিয়ারপার্ক  কংকালীতলা
হঠাৎ রবীন্দ্রনুরাগ, হঠাৎ রবীন্দ্রসংগীত চড়া গলা
মিউজিয়ামে রবি ঠাকুরের চটি, তার ঘড়ি,আঁকার তুলি
হতভাগ্য বাঙালির হারানো নোবেলের 
খোয়াইয়ের অনবদ্য ভাষা
অমর্ত্য সেনের কিংবা কনিকাদির বাড়ি।
.
শুধু এতটুকু
শান্তিনিকেতনে রবি ঠাকুর খুব সস্তা, মাত্র দু টাকা কিংবা পাঁচ টাকায় পাওয়া যায় রবীন্দ্রনাথের মুর্তি। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...