এক বিপ্লবী হুংকার
.. ঋষি
পতাকার রং পুড়তে দেখেছিআজও কাঁপে এই বুক,
ওদের লাঠি, গুলি আর বোমায়
মৃত্যুতে ছিল সুখ,
মা গো তোমাকে দিই নি ছুঁতে
সময়ের রংরুটে
সময়ের ঘরে সময়ের পরে সময়কে করেছি বশ
বিপ্লবী মোরা স্বাধীন হৃদয়
বীপ্লবের নাম যশ।
.
বিশ্বাসকে রাজসাক্ষী করেও
ওরা পারেনি ছাড়াতে ভাষা,
তোমার শাড়ীর আঁচল জুড়ে
ইতিহাস সব ঠাসা,
মা গো তোমাকে দিই নি ছুঁটে
সময়ের রংরুটে
হাজারো মায়ের কান্না ভিজানো
তোমারি বুকের ক্ষত,
আবারো তারা আসছে যে ফিরে
হতে হবে সংযত।
.
মাগো তোমার ডাকেতে উঠেছি যে জেগে
নতুন জন্মে তোমাকে পেতে
তোমার আঁচলে মুখ মুছে মাগো আবারও নির্ভয়
বিশ্বাস রাখি ইতিহাস ধরে
আমাদেরি হবে জয়।
ওরা তখনো পারে নি ছুঁতে
সময়ের রংরুটে
বিদ্রোহী মোরা সময়ের ঘরে, সময়ের সাথে সুখ
বিশ্বাস রাখো আবারো ফিরবো মেটাতে তোমার দুঃখ।
.
আবারো বলবো বন্দে মাতরম
আবারো দেবো রক্ত
আবরো গাইবো বাংলার মাটি
যতই সময় শক্ত।
মাগো তোমাকে দেবো না ছুঁতে
সময়ের রংরুটে,
সময়ের চিতা,মাটি, ঘর ছিঁড়ে
আমাদের চিৎকার
পাপের ঘড়া পুর্ন যে ওদের
এইবার সংহার।
No comments:
Post a Comment