Wednesday, August 3, 2022

রাজার রাজত্ব

রাজার রাজত্ব
..ঋষি 
অনেক হয়েছে 
আর না
অনেক খেয়েছো, চাটাচাটিও তো কম হলো না
কম হলো না চোষাচুষি,
ভেজ, ননভেজ অনেক হলো
এবার ডেটে দাঁড়িয়েছি
, এবার ছাড়ো তো 
ভাত চাই, নুন, লংকা, পেঁয়াজ চাই 
চাই মাথার উপর আকাশ ঢাকা ছাদ। 
.
কেন পুজো করছি রোজ তোমাকে? 
যে ছ বছরের মেয়েটা বেলা শেষে ভেসে ওঠে খালের ধারে
সেই পরিবারের ভোটে তুমি ঈশ্বর, 
যে লোকটা কাল অবধি সন্তানকে বলতো 
ভালো করে পড়াশুনা কর 
তার কালি পড়া চোখেমুখে আজ প্রশ্ন? 
যে মায়ের সন্তান সেদিন তোমাকে বিশ্বাস করে, তোমার পতাকা ধরে দাঁড়িয়েছিল রাস্তায়
সেই মা কাঁদছে আজ সন্তানের মৃতদেহ ধরে। 
.
এইবার দাঁড়ানো ডেটে 
মিথ্যা প্রতিশ্রুতি আর চোখরাঙানিতে কাজ চলবে না, 
শিক্ষা, স্বাস্থ্য,শিল্প সব তো গোল্লায় 
আর তুমি রসগোল্লা খাচ্ছো 
খাচ্ছো মানুষের রক্তে ভিজিয়ে বিরিয়ানি, পোলাও 
এবার আর কাজ চলবে না
আমাদের এবার সবকিছু লাগবে,
একটা মানুষের যা যা লাগে ন্যুনতম বেঁচে থাকার জন্য , 
আর ফাঁকা আওয়াজ দিয়ে পেট ভরবে না
ওই সব তোমার মানুষ বোকা বানানো শিল্প 
নিজের পেটে রাখো, 
কে তুমি রাজা জানতে চাই না
এক তুমি মানুষের কথা ভাবো 
না হলে রাজা গদি ছাড়ো। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...