Monday, August 29, 2022

ম্যাজিক শুধু কোলাহল

 ম্যাজিক শুধু কোলাহল 

... ঋষি 

.

তোমার দু চোখের ভিতর আজকাল নিজেকে পাই না 

শুধু দেখি  শরতের আকাশ ,স্নিগ্ধ দুটি চোখে 

আর তথাস্তু ,

চারিদিকে প্যান্ডেল ভর্তি লোক ,ভীষণ উৎসবের তৈয়ারি  

ভীষণ এক কোলাহল মাথার ভিতর 

কিন্তু তোমাকে পাই না। 

.

তোমার দু চোখের ভিতর আজকাল দেখি সবুজ শস্যের মাঠ 

কোনো অজানা চাষি বৌয়ের মুখ 

দেশ জুড়ে শুধু অনাচার ,খিদে ,

তুমি সকলকে আস্বস্ত করছো সব ঠিক হবে 

সকলে ভালো থাকবে 

কিন্তু আমি ভালো থাকতে পারি না। 

.

তোমার দুচোখের ভিতর আজকাল নিজেকে পাই না 

দেখি এক শান্ত ,শীতল নদী তিরতির করে বয়ে যায় একলা মনে  ,

বয়ে যায় কোনো অচেনা সন্ধ্যায় আমাদের প্রতিশ্রুতি 

সুখে ,দুঃখে 

সময়ের স্রোতে, 

কিন্তু শুধু আমি বসে থাকি নদী ধরে 

জল বাড়ে ,জল কমে 

এ যেন আশ্চর্য এক ম্যাজিক ,

কিন্তু বিশ্বাস করো  আমি আশ্চর্য হতে চাই নি 

চেয়েছি অসংখ্য রেখাপাতে একটা বিশ্বাস 

একটাই আশ্বাস 

আমি আছি তুমি আছো তাই।  


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...