Friday, August 12, 2022

আব্বুলিশ



 আব্বুলিশ 

... ঋষি 


ভুল মুহূর্তের কিছু ছায়াছবি 

হঠাৎ আনছান করা চুপচাপ বিকেলে কিছু পুরোনো মাটির ভাঁড় ,

ভ্রান্ত গল্পগুলো মুখ খিঁচিয়ে বলে তফাৎ যাও 

অথচ আমি বোকার মতো হাসি 

হয়তো কিছু ভুলভাল স্বপ্ন দেখি জীবনের কবিতায়  

কিন্তু চলন্তিকা বিশ্বাস করো ইচ্ছে করলেই কবিতা লেখা হয় না। 

.

দিন কমতে থাকে ,চুল পাকতে থাকে 

আব্বুলিশ 

স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে দেখি একের পর সময়ের পতন ,

চলন্তিকা পতনের শব্দ আমিও শুনি 

ভয়ে দিনগুনি

কল্পনার আকাশ থেকে একমাত্র পালকরা নিচে নামতে পারে। 

.

ভুল মুহূর্তের ছায়াছবি 

ব্যাকফ্ল্যাশে দেখি দুটো চোখ আমার জন্য বেঁচে 

সামনে তাকাই দেখি রাস্তা ,ফাঁকা রাস্তা 

আমি একলা দাঁড়ানো কবি। 

ভালো লাগে ভাবতে আবারো আমি অন্ধকারে দেওয়ালের সামনে দাঁড়িয়ে 

প্রতিজ্ঞা লিখছি ,

লিখতে চাইছি অসংখ্য মুহূর্তদের সাক্ষী করে 

বেঁচে আছি। 

জানি না মানুষের বাঁচাগুলো এত সাধারণ কেন 

সাধারণ কেন মানুষের প্রতিফলনগুলো ?

জানি ঈশ্বরের কোনো দেওয়াল নেই 

তাই কষ্ট নেই।  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...