Tuesday, August 23, 2022

অশ্রাব্য

 অশ্রাব্য 

... ঋষি 


বুকের কাছ থেকে কি যেন গলে গলে পরছে 

অনেকগুলো বলা শব্দ 

বোধহয় কি অশ্রাব্য গালাগাল ,

অনবরত গড়িয়ে নামছে রক্ত ,অনিবার্য কিছু ভাবনাপ্রবাহ 

পিছু ছাড়ছে না 

পিছলে যাচ্ছে শব্দ। 

.

আজ আর কবিতা লিখবো না 

পাশ দিয়ে চলে যাচ্ছে ফাঁকা ফুটপাথ ,এই শহর 

হাজারো মানুষের শোকে ঘুমিয়ে পড়ছে গভীরে মানুষ ,

হাইড্রেনে পাওয়া গেছে সদ্য জন্মানো এক  মৃতদেহ 

গালাগালি দিতে ইচ্ছে করছে নিজেকে 

তোমাকে ,তোমাদের ,পুরো সময়টাকে ছিঁড়তে ইচ্ছে করছে। 

.

মাঝে মধ্যে করে 

ভাবনাগুলো বেকার সময়ের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায় ,

একের পর মৃতদেহ ,সময় ,মুখ বয়ে যায় 

না না নদী না ,অবশ্যই হাইড্রেন। 

সত্যি বলার অপরাধে মানুষকে নিজের ভিতরে বন্দি হতে হয় 

সত্যি বলতে না পারায় মানুষকে মাথা নিচু করতে হয় ,

হঠাৎ মনে হচ্ছে আমি সময়কে চটকাচ্ছি দুহাতে 

তবু পিছলে যাচ্ছে ,

কিছুতেই ধরা দিচ্ছে না সময়ের ঠোঁট বর্তমানের চুমুতে ,

সব কেমন ঝাপসা লাগছে 

আজ আর কবিতা লিখবো না। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...