Tuesday, August 23, 2022

স্বাগতম বৃষ্টি ফোঁটায়



 স্বাগতম বৃষ্টি ফোঁটায় 

... ঋষি 


অনবদ্য গর্ভবতী মেঘেদের সম্ভাবনাকে স্বাগতম 

স্বাগতম মাঝ রাস্তায় দাঁড়ানো মানুষের অপেক্ষাকে ,

বৃষ্টি ঝরুক 

নিজের মতো ভিজিয়ে যাক সম্ভাবনা ,

সবুজ গাছেদের কথা শুনতে চাওয়া  মানুষ

স্বাগতম সবুজ কথাদের । 

.

আজীবন কোনো প্রতিশ্রুতি 

পুরোনো কাব্যের বইয়ের শেষ পৃষ্ঠা জুড়ে আঁকিবুকি 

মনের সেই ভাবনাটুকুকে স্বাগতম ,

স্বাগতম বাজতে থাকা শেষ পুরোনো গিটারের শব্দ

বার্ধক্যের কয়েকপশলা সাদা চুল 

স্বাগতম জীবন আগামী পর্যায়। 

.

স্বাগতম অনবদ্য ভাবনার মেঘ 

স্বাগতম আকাশের বুক ছিঁড়ে ছিটকে যাওয়া চোখ 

স্বাগতম  ভিজে মাটি ,বৃষ্টিতে ভেজা ফুটপাথ কিংবা আমার শহর 

বৃষ্টির প্রতিটা ফোঁটাকে স্বাগতম। 

স্বাগতম হঠাৎ ছুঁয়ে থাকা  মুহূর্ত ,সেদিন আমাদের

স্বাগতম তোমার তোমার নড়তে থাকা ঠোঁট 

তোমার ভিজে চুল 

হঠাৎ দূর থেকে দেখা সেই প্রিয় মুখকে। 

প্রতিটা বৃষ্টি ফোঁটায় আজ শুধু মন কেমনের কথা 

প্রতিটা সম্ভাবনায় আজ শুধু বাঁচার কবিতা 

তবু আমি চলন্তিকা বলিনি 

বলেছি আজ একটু কয়েক ফোঁটা  বৃষ্টিতে ভিজতে চাই

বলতে চাই স্বাগতম তোমাকে ভিজে শহরে ।  

       

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...