মানুষের কবিতা
.. ঋষি
আমি বিশ্বাস করি সেই চুলদাঁড়ি না কাটা অন্ধকারে একলা কবিতা লেখা মানুষটাকেযে মনে করে কবিতা দুনিয়া বদলাতে পারে,
আমি মনে করি কবিতার শব্দরা কেউ পুরনো না
বরং নতুন স্বপ্নের জন্য কবিতা হলো হাতিয়ার
আর শব্দরা হলো সময়ের সংকেত।
.
শেষ কবে কবিতা লিখেছে মানুষ
সময়ের দিন বদলের গল্প,রাগ, দুঃখ, নারী স্তন আর টি আর পি ছাড়া,
শেষ কবে মাথা উঁচু করে প্রতিবাদ করেছে মানুষ
শব্দরা কেউ কবির যন্ত্রনা নয়
বরং একটা দিন বদলের খসরা।
.
শুধু কিছু টিপিকাল রাস্তায় কবিরা হেঁটেছে
পথচলতি দেখা করেছে বনলতা, নীরা কিংবা চলন্তিকার সাথে,
শুধু কিছু ম্যাগাজিন আর পত্রিকায় ভাবনার দূরত্ব বাড়ানো সময় শুধু।
মশাই আমরা কেউ বোঝাপড়া লিখছি না
আমরা লিখছি আলো,
মশাই আমরা কেউ নিজেদের লিখছি না
লিখতে চাইছি মানুষ।
.
শব্দরা সব হেঁটে চলে যাচ্ছে প্রগতী নামে পার্টি মিছিলে
ছাগলে রামদাঁড়ি রেখে রবীন্দ্রনাথ সাজছে
আমরা হাততালি দিচ্ছি।
লাল, নীল, সাদা কাগজের রকমারী ফেস্টুনে
লুকিয়ে প্রেমের কবিতা লিখছি,
কিচ্ছু হচ্ছে না
কিচ্ছু না
চর্বিত চর্বন ছেড়ে দেখুন ফুটপাথে লেখা হচ্ছে কবিতা
ন্যাংটো শিশুর সাথে,
সানগ্লাস খুলে দেখুন আকাশে লেখা হচ্ছে কবিতা আলো অন্ধকারে সাথে,
একটু জাগুন
চোখ খুলুন
অন্তত একটা কবিতা লিখুন মানুষের বুকের মাঝে।
No comments:
Post a Comment