Thursday, August 4, 2022

আমি চাই নি



আমি চাই নি
.. ঋষি 
আমি তোমার নিয়ম হতে চাই নি
আমি তোমার অভ্যেস হতে চেয়েছিলাম, 
আমি চাই নি তুমি শুধু নিয়ম মাফিক তুমি  মুখোশ পরে থাকো 
আমি চেয়েছিলাম তুমি আমার কথা ভাবো,
আমি চাইনি তুমি আমার পরিচয়ে বাঁচো
চেয়েছিলাম শুধু তোমার লোকটা হতে। 
.
আমি চাইনি তুমি আমার জন্য রান্না করো 
আমার কাপড় কাচো 
শুধু চেয়েছি শুধু  আমার শরীর খারাপ হলে আমার পাশে বসে আমাকে বলো
বলেছিলাম বৃষ্টিতে ভিজিস না,অত সিগারেট খাস না
আমার কথা শুনছিস না তো
আমি তোর কাছে থাকবো না। 
.
আমি চাইনি সমাজের সাজানো  মুখোশে তুমি নিয়মিত ঘরকন্না কর
বরং চেয়েছি তুমি আমাকে বলো
তোর কি খবর বলতো,
   আমাকে আর জড়িয়ে চুমু খাস না কেন? 
কিংবা হঠাৎ বৃষ্টি  দিনে বৃষ্টির জলে ভিজে আমার সামনে এসে দাঁড়াও 
আমাকে বলো দেখ আমার শরীরের প্রতিটি জলবিন্দু এগুলি আসলে তুই। 
আমি কোন সংবিধান চাই নি 
চাই নি এই বোবা শহরের মুক নাগরিক হয়ে বাঁচতে
আমি তোমার সাথে কাদা মাখতে চেয়েছি
চেয়েছি তোমার সাথে হাসতে 
 তোমার সাথে কাঁদতে 
তোমার সাথে কথা বলতে
আমি তোমার মুখ দিয়ে শুনতে চাই নি নিয়মমাফিক ভালোবাসি 
শুনতে চেয়েছি মন্দবাসি কিন্তু তোর সাথেই বাঁচি।
.
আমি তোমার নিয়ম হতে চাই নি
চেয়েছি একটা বুক যেখানে মাথা রেখে আমি বলতে পারি এটা আমার
আমি তোমার মিথ্যে হতে চাই নি 
চেয়েছিলাম তোমার স্পর্ধা,
আমি তোমার খাঁচা হতে কখনো চাই নি 
চেয়েছিলাম আকাশ হতে
যেখানে তোমার মুক্তি,
কিন্তু আমি তোমার কিছুই হতে পারি নি 
শুধু পায়ের বেড়ি ছাড়া
এই সমাজে হাজারো মুখোশের মাঝে একটা পরিচয়ের মুখোশ
কিছু সাদর সম্ভাসন, কিছু অধিকার, কিছু নিয়ম
না না আমি এগুলো চাই নি
আমি চাইনি শরীর, চাইনি বিছানা বালিশ, চাইনি সংবিধান 
আমি শুধু তোমার সেই লোকটা হতে চেয়েছিলাম। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...