Friday, August 26, 2022

দুঃখ গাঁথা

দুঃখ গাঁথা 
ঋষি 
দুঃখগুলো পথেঘাটে ঘুরে ঘুরে ক্লান্ত ভিখীরি
অবসন্ন আকাশের প্রেমে মশগুল। 
কাহাতক যন্ত্রনারা মেসিন হয়ে জীবনকাটাতে পারে
বুকের গন্ধটা পাগলা চাহুনির মত তাড়িয়ে বেড়ায়। 
ছেঁড়া ফ্রক পরা রাস্তায় ঘোরা মেয়েটা মত দুঃখগুলো 
যার ভবিষ্যতে শরীর আছে কিন্তু সময় নেই। 
দুঃখরা মেঘেদের দেশে অভিমান খোঁজে 
সময় খোঁজে মাটি আর দুঃখরা আস্তানা খোঁজে। 
দুঃখদের আসলে কোন সঠিক ঠিকানা থাকে না 
তারা পথে দাঁড়ায় কারণ পথ দুঃখদের পথের শেষ থাকে না। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...