Thursday, February 27, 2025
সম্পর্ক
Monday, February 24, 2025
যুক্তি তক্কো আর গপ্পো
Friday, February 21, 2025
আমার মা
Thursday, February 20, 2025
আরেকটা নষ্ট কবিতা
একা লাগে
Tuesday, February 18, 2025
বিরক্তি
Monday, February 17, 2025
একফালি হাসি
Thursday, February 13, 2025
১৪ই ফেব্রুয়ারী
Monday, February 10, 2025
মন বিলাপ
Friday, February 7, 2025
সব ঠিক হয়ে যাবে
Thursday, February 6, 2025
কিছু বলি নি
Wednesday, February 5, 2025
স্পর্ধা
Tuesday, February 4, 2025
এমন কিছু
Sunday, February 2, 2025
ঘুরে দাঁড়ানো
কনক : হুজুর বদচরিত্র লোক না হলে বাড়িতে সতীলক্ষ্মী বৌকে ছেড়ে আমাদের মতো মেয়েছেলের কাছে কেউ আসে ।
উকিল : তুমি ওনাকে বদচরিত্র বলছো কেন ? তোমাকে যতটুকু প্রশ্ন করা হয়েছে ততটুকু বলো।
কনক : বদচরিত্র বলবে না ,বলে কিনা বৌ আদর করে না ,কতদিন শুই নি ,এদিকে এখানে এসে জানছি বৌটাকে খুন করেছে ,ঘরে তিনটে বাচ্চা। বলি না শুলে বাচ্চাগুলো কি হাওয়ায় হলো ?
উকিল : আচ্ছা কনক তুমি কতোদিনধরে এই কাজ করছো ? সুশান্ত কি তোমার কাছে প্রতিদিন যেত ?
কনক : সেই যখন ১৬ বছর বয়স সেই শহরের মরোদটা আমাকে বিয়ে করবে বলে এই শহরে নিয়ে এসে বেঁচে দিল। এ কি দেখছেন ,দেখতে তখন আরও সুন্দরী ছিলাম ,গতরে আরও মাংস ছিল।
জজসাহেব : ভদ্র ভাবে কথা বলো না হলে জেলে পুরবো ,এটা কোর্ট।
কনক : শুনুন হুজুর বাজারি মেয়েছেলের আবার ভদ্রতা ,সেই ১৬ বছর বয়স তখন কষ্ট হতো চিৎকার করতাম কিন্তু জন্তুগুলো কি বুঝতো ভদ্রতা ? ছিঁড়ে খেয়েছে ,তারপর এতগুলো দিন শুধুও পিশে চলেছি ,কত নাগর এলো ,কত স্বপ্ন দেখালো ,কত খেলা খেললো কিন্তু বাজারি মানে বাজারি। বাজারি মেয়েছেলের বিয়ে হয় না ,সন্তান হতে নেই ,কষ্ট হতে নেই শুধু কাস্টমার ঘরে এলে শাড়ি খুলে দাঁড়াতে হয় ,তারা কামড়ে ছিঁড়ে ভোগ করবে বদলে কতগুলো টাকা ,খিদে বাবু খিদে কি করবো ?
উকিল : আচ্ছা থামো ,সুশান্তকে কতদিন চেনো তুমি ? কতদিন ধরে ও তোমার ঘরে যায় ?
কনক : অতো নির্দিষ্ট করে বলতে পারবো না ,তবে প্রায় তিনবছর মোটামুটি সপ্তাহে তিনবার ,রাত্রি করে আসতো প্রচুর মদ খেয়ে ,তারপর আমাকে ন্যাংটো করে হামলে পরতো শরীরটায় ,মদের ঘোরে বলতো আমাকে নাকি বিয়ে করবে। হা হা ,ওর মতো কত নাগর এলো আর গেলো। হা হা এই যে হারটা দেখছেন সোনার এটা সুশান্ত দিয়েছে।
উকিল : জজসাহেব এই সেই হার যা নিয়ে সুশান্ত আর বৌয়ের ঝগড়া শুরু হয়েছিল আর এর জন্য সুশান্ত সেই রাতে রাগের মাথায় বৌয়ের মাথায় রড রড দিয়ে আঘাত করে।
কনক : ইশ এই সেই হার আমি এটা আমি গলায় পরে ঘুরছি ঘুরছি ,ছি ছি। আমরা ছোটলোক বাজারি মেয়েছেলে পেটের জ্বালায় বিপাকে পরে শরীর বেচি কিন্তু কারোর সংসার ভাঙতে চাই না ,কোনো মেয়েকে আমরা ছোট করতে চাই না ,বুঝি বাবু সুশান্তর বৌয়ের জ্বালাটা। এই সমাজ কাছে আমরা পণ্য ,এই সমাজের পুরুষের কামের খাবার আমরা কিন্তু সুশান্তর মতো মানুষকে আপনারা ক্ষমা করবেন না ,এই হার আপনি রাখুন বাবু আমার চাই না।
.
ঘুরে দাঁড়ানো (কথোপকথন)
...
ঋষি
বলতে নেই
বলতে নেই আমি কেমন আছি
বলতে নেই ভালোবাসা বিবাগী হলে মানুষ কেমন থাকে
বলতে নেই চাঁদ উঠলে সূর্যের ডোবা মিথ্যে
বলতে নেই আকাশ কুসুম স্বপ্নে আসলে স্পর্শরা মিথ্যা
বলতে নেই মিথ্যা সম্পর্কের আগুনে পুড়ে মানুষের ঘুরে দাঁড়ানো
বলতে নেই মিথ্যে তাসের ঘরে মুখোশের মিছিল।
.
বলতে নেই কুকুরে সঙ্গমে মানুষের সংভোগ
বলতে নেই তোমার বুকের তিলে শুধুমাত্র জোকারের বাস
বলতে নেই জোকের মতো লেগে থাকে তুমি আসলে অনেক দূর '
বলতে নেই এই শহরে ভালোবাসারা মিথ্যে। মানুষ মিথ্যে। সম্পর্করা মিথ্যে
বলতে নেই মানুষরুপি শকুনেরা সব তোমার আশেপাশে
বলতে নেই তুমি পুরুষ নও ,নারী নও ,শুধুই সময়ের ক্রীতদাস।
.
বলতে নেই তোমার গলা না শুনলে মন খারাপ করে
বলতে নেই তোমায় বহুক্ষন না দেখলে মনের কোনে মৃতদেহ
বলতে নেই তুমুল অভাবের ঘরে মনখারাপ হয়
বলতে নেই হঠাৎ তুমুল তুমিতে পৃথিবীকে কটুকথা
বলতে নেই বিশ্বাসী কথাদের আগুন থেকে সমুদ্রে।
বলতে নেই তুমি কেমন আছো
বলতে নেই ভালোবাসা পাপ ,লোভ ,না কল্পনার মনের মানুষ
বলতে নেই সময় মানে শুধু পৃথিবীর আবর্তন আর দিনবদল
বলতে নেই প্রতিটা হাসির পিছনে সাজানো মানুষ
বলতে নেই সম্পর্কের চোরাবালি মানুষকে বৃদ্ধ করে
বলতে নেই আগুনে ঘি দিলে সময় পুড়ে যায়
বলতে নেই দুর্ঘটনা আসলে কোনো ঘটনার অন্যরূপ
তাই তো সত্যি বলতে নেই
বলতে নে জীবনে বাঁচাটা একটা আর্ট
আর আমরা শুধুই অভিনয়ে।
.
বলতেনেই
... ঋষি
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...