অবশেষে বসন্ত
এই অসময়ের শহরে ভালোবাসা বাড়ছে কি কমছে
জানি না,বলতে পারবো না,
তবে জানি জানুয়ারীর পর ক্ষুদ্রতম ফেব্রুয়ারিতে
আরেকটা বইমেলা সাজানো শহরে বই বিক্রি করলো,
মানুষ বই কিনলো কিন্তু পড়বে ঠিক কতটা জানি না
তবে জানি মনের ভিতর ফ্রয়েড বাজলে শাহজাহান
আর বসন্ত এলে মন বিলাপ।
.
গভীরে মনের সীমানা বরাবর কয়েক ভোর হাঁটা পথ
আয়না প্রতিচ্ছবির,দোদুল্যমান শব্দস্রোত নিরিবিলি
পালহীন খেয়ার গল্পের পাতায় কথাদের ভীড়, রূপকথারা লুকিয়ে থাকে মনের ভাঁজে বিজনবাসে
ওয়াশ পেইন্টে ধুঁয়েমুছে যাওয়া অবশিষ্ট রঙে
ক্যানভাসে জীবন শেষ ছবি আঁকে নিজস্বতায়
বাঁচি কিংবা মরি কিংবা ভালো থাকা নিয়মের সর্বনাশে,
তারপর কোথায় যেন বিরহ প্রমাণ
" তুমকো দেখা তো ইয়ে খেয়াল আয়া
জিন্দেগী ধুপ তুম ঘনা সায়া। "।
.
তার কথা মনে এলে খুশি ছড়িয়ে যায়
আকাশে, বাতাসে,গড়াতে গড়াতে ঘর পেরিয়ে রাস্তায়
তাকে দেখলেই নিজের চোখ চেপে রাখতে হয়
কারণ আমার চোখের ভেতর আস্ত মরুভূমি
আর তার চোখে টলটলে দীঘির জল।
জানি তো এতটা কাছে আসার পরও বসন্ত ছুটি নেবে
কোন ভাষাতেই মনের কথা বলা হবে না আর
বসন্ত সে যে কারো নয়, সে যে বিন্দাস
সে যে বিজন রাতে,লাল মাটি পথে দিশাহীন বাউল গোপন প্রেম,ছন্দহীন বন্দিশ
while I breathe, I হোপ
.
মন বিলাপ
.. ঋষি
No comments:
Post a Comment