আজ বিগত এতগুলো বছর বাইনোকুলারে চোখ
এক শিংওয়ালা বাইসন দেখেছি,দেখেছি টাইসনকে
দেখেছি সেই ডুগডুগির ফেরিওয়ালাকে,দুধওয়ালাকে
আমার পাশের ঘরে আগুন লাগতে দেখেছি
বাঙালি হওয়ার দায়ে মানুষগুলো পুড়তে দেখেছি
নিজের বয়স ক্রমশ আয়নায় বাড়তে দেখেছি
ধর্ষন, খুন,রাহাজানি,গদি বদল, সম্পর্ক সব দেখেছি
কিন্তু কিছুই বদলায় নি,কিছুই ঠিক হয় নি।
.
আরিন্দমের ছবছরের প্রেম ছাড়াছাড়ি হলো
ক্রিস্টোফারের প্রেমিকা অন্যের সাথে পালালো
পাড়ার সিংজীর স্ত্রী বাচ্চা হতে গিয়ে মারা গেলো
অঞ্জনদার ২৪৪১১৩৯ নাম্বারটা আর বাজলো না
রঘুদার চায়ের দোকানটা কর্পোরেশন গুড়িয়ে গেলো
চিনি বলে তিনবছরের বাচ্চাটা ক্যানসারে মারা গেলো
জীবনানন্দ দাশ ভালোবেসে লিখলেন বনলতা সেন
অথচ সেই কবি লোকটা অভাবে মরে গেলো
বলুন তো কি ঠিক হলো?
.
এদিকে চন্দনদা জেলে বসে পাঁচতলা বাড়ি করলো
পাড়ার সরকারী স্কুলটার সামনে গাঁজার ঠেক হলো
বিল্টুদা পাড়ার ফাংশনে কবিতা বিজয়ী হলো
রংপুর খাল থেকে কবিতার শরীরটা পাওয়া গেলো
মন্দা বলতে বলতে কারখানাগুলো সব বন্ধ হলো ।
জয়াদীর ভাষনে অমিতাভ বচ্চন বললেন আপনা দেশ
তিলোত্তমার শরীরটা সেদিন রক্ত মেখে ফিরে এলো
শান্তিনিকেতনের উপাসনা গৃহে কন্ডোম পাওয়া গেলো
ধর্মদ্রোহীতার কারণে লেখিকা দেশ ছাড়া হলো
প্রতিবাদ করতেই বুলেটে সেই মাষ্টারমশাই খুন হলো
চুপ থাকতে থাকতে মানুষগুলো বোবা হয়ে গেলো দেশের লোকসংখ্যা ১২১ কোটি ছাড়িয়ে গেলো
দেশ গড়তে কখন জানি দেশের মানেটাই বদলে গেলো
উচ্চারণ বিক্রি হলো
সম্পর্ক মুখোশ হলো
মোমবাতি মিছিল হলো
মহাভারতের যুদ্ধ হলো
রোবট আবিষ্কার হলো
সীতার পাতাল প্রবেশ হলো
দেশ দশের না বশের হলো
সময় জুড়ে মিথ্যের বাস হলো।
.
এবার আপনি বলুন তো তবে কি ঠিক হলো?
কেন তবে আজ আমার পিঠ থাবড়ে বলছেন
সব ঠিক হয়ে যাবে।
.
সব ঠিক হয়ে যাবে
... ঋষি
No comments:
Post a Comment