Sunday, February 2, 2025

বলতে নেই

 বলতে নেই আমি কেমন আছি 

বলতে নেই ভালোবাসা বিবাগী হলে মানুষ কেমন থাকে 

বলতে নেই চাঁদ উঠলে সূর্যের ডোবা  মিথ্যে 

বলতে নেই আকাশ কুসুম স্বপ্নে আসলে স্পর্শরা  মিথ্যা 

বলতে নেই মিথ্যা সম্পর্কের আগুনে পুড়ে মানুষের  ঘুরে দাঁড়ানো

বলতে নেই মিথ্যে তাসের ঘরে মুখোশের মিছিল। 

.

বলতে নেই কুকুরে সঙ্গমে মানুষের সংভোগ 

বলতে নেই তোমার বুকের তিলে শুধুমাত্র জোকারের বাস 

বলতে নেই জোকের মতো লেগে থাকে তুমি আসলে অনেক দূর '

বলতে নেই এই শহরে ভালোবাসারা  মিথ্যে। মানুষ মিথ্যে। সম্পর্করা  মিথ্যে 

বলতে নেই মানুষরুপি শকুনেরা সব তোমার আশেপাশে 

বলতে নেই তুমি পুরুষ নও ,নারী নও ,শুধুই সময়ের ক্রীতদাস। 

.

বলতে নেই তোমার গলা না শুনলে মন খারাপ করে 

বলতে নেই তোমায় বহুক্ষন না দেখলে মনের কোনে মৃতদেহ 

বলতে নেই তুমুল অভাবের ঘরে মনখারাপ হয় 

বলতে নেই হঠাৎ তুমুল তুমিতে পৃথিবীকে কটুকথা 

বলতে নেই বিশ্বাসী কথাদের আগুন থেকে সমুদ্রে।

বলতে নেই তুমি কেমন আছো 

বলতে নেই ভালোবাসা পাপ ,লোভ ,না কল্পনার মনের মানুষ 

 বলতে নেই সময় মানে শুধু পৃথিবীর আবর্তন আর দিনবদল 

বলতে নেই প্রতিটা হাসির পিছনে সাজানো মানুষ 

বলতে নেই সম্পর্কের চোরাবালি মানুষকে বৃদ্ধ করে 

বলতে নেই আগুনে ঘি দিলে সময় পুড়ে যায় 

বলতে নেই দুর্ঘটনা আসলে কোনো ঘটনার অন্যরূপ 

তাই তো সত্যি বলতে নেই 

বলতে নে জীবনে বাঁচাটা একটা আর্ট 

আর আমরা শুধুই অভিনয়ে। 

.

বলতেনেই 

... ঋষি   



 

 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...