প্রচণ্ড কঠিন সময় যে মানুষটা কাছে থাকে
তাকে আগলে রাখাটা নিয়ম কিংবা ব্যাকরণ
আমি সম্পর্কের মানে জানি না
শুধু জানি সর্বনাশের পরে ক্রিস্টোফার কলম্বাসও
ডোমোনিকা আবিষ্কার করেন।
আমি বিশ্বাস করি বাসনের শব্দ, ধুলোবালি, ঘরদোর
সারা সপ্তাহে মারাত্মক কাজের প্রেশার
উইক ডেইজে মুদি বাজার, ফুটপাতে চা আর বিস্কুট
মধ্যরাতে ঘুম না আসা কবিতা
নতুন বইয়ের পাতা, অজস্র কথা কাটাকাটির পরেও
যে মানুষটা আগলে রাখে
তাকে জড়িয়ে থাকাটাই সম্পর্ক।
.
হঠাৎ আমার ভালো না থাকার ঈশ্বর
হঠাৎ আমার লেখা না আসার বিরক্তি
হঠাৎ আমার যখন তখন মোবালিক রিংটোণ
হঠাৎ আমার মধ্যরাতে দমবন্ধ হওয়া অভিমান
হঠাৎ আমার একগাদা অজুহাত দিয়ে ক্লারিফিকেশন
যে মানুষটা হজম করে
যে মানুষটার কাঁধে রেখে রাক্ষসের স্বপ্ন
তাকে আর যাই হোক হারাতে পারবো না কিছুতেই
বরং এই কিটপতঙ্গের সংসারে আগলে রাখবো।
আসলে এটাকে একা থাকা বলে না
বলে সাথে থাকা,
সত্যি হলো মানিয়ে গুছিয়ে থাকাটা একটা নিয়ম
আর নিয়ম হলো ক্যানভাসে আঁকা আকাশ
আমরা যে আকাশ দেখতে ভালো বাসি সকলে
কিন্তু কখনও সম্পর্কে মাঝে আকাশ খুঁজি না কেউ।
.
সম্পর্ক
.. ঋষি
No comments:
Post a Comment