অথচ চুমুরা কয়েকঘন্টা পড়ে স্পর্শ হয়ে থাকলেও
ভালোবাসা বধির হয়ে যায়।
ভাবছিলাম সৃষ্টিদের একটা দেশ হওয়া দরকার
কারণ ভালোবাসাই তো মুক্তির পথ,
হা ভ্যালেন্টাইন শেষে তুমি পাখি হয়ে গেলে
আমি হৃদয় দিয়ে পাখি আঁকলাম, তুমি খাঁচায় বন্দী
মনের উঠোনে বাসা আর ফুটপাতে গিয়ে বসা
মাঝখানে শহরের আদিখ্যেতা জুড়ে ১৪ ই ফেব্রুয়ারী।
.
এই মুহুর্তে শহরের আকাশে লাল ছোপ
আসলে মানুষ হারাতে ভয় পায় না কিন্তু ঠকতে?
নির্জনতা পুরানো বন্ধুর মত,গৃহস্থালি বাসোকোসন
কয়েক মিনিট তারপর সে হাঁপিয়ে গেলো
আমি মুখ থুবড়ে পড়লাম তোমার বুকে,
তোমার নিভৃতে কবিতা লেখার কথা ছিলো
মেঘ কিনে বাড়ি ফিরে দেখি, বর্ষাতি নিয়েই গন্ডগোল সামনে একলা তুমুল হাইফেন রাত দাঁড়িয়ে আছে
প্রমাণ নেই অথচ চুমুর ঠোঁটগুলো সব অদৃশ্য।
.
১৪ ই ফেব্রুয়ারী
সুরগুলোকে শব্দেতে লেখা যায় কিন্তু ভালোবাসা?
তুমি আর আমি শুধু অষুধের বিকল্প
প্রমাণ ভুলে যাওয়াটা খুব সহজ কি?
মনেতে যে থাকে তাকে মনে করাটা বোকামি
হৃদয়ে লাল রঙ আছে কিন্তু শরীর
বলতে নেই।
কি রঙ ধরায় তোমার ঠোঁটে বিপন্ন অলিয়েন্ডার ?
বাংলায় বললে রক্তকরবী,
হাজারো ভাষার মাঝে ভালোবাসা ভাষাহীন
তবুও তার উদ্যাপন
ইংরেজিতে ১৪ই ফেব্রুয়ারী তা বেশ
কিন্তু বাংলায় তো সেই ভালোবাসাই।
.
১৪ই ফেব্রুয়ারী
... ঋষি
No comments:
Post a Comment