বারংবার জীবন থেকে প্রশান্তি চুরি করি
তারপর কিছুক্ষন তাকিয়ে থাকি সবুজ গাছের দিকে
চারপাশ তখন ভীষণ শান্ত,নি:শব্দরা যেন কথা বলে
কথা বলে সবুজ গাছের পাতাগুলো বোহেমিয়ান।
তারপর কেন যে সব বদলায়
ইট, কাঠ, পাথরের শহরের ঈশ্বর রাক্ষস সেজে
প্রচন্ড শব্দ করে গিলে খায়,
তখন বড় একা লাগে
বড় একা লাগে বেঁচে থাকা।
.
এ এক অলীক অসুখ বেঁচে থাকায়
ফ্রেমবন্দী মানুষগুলো সকলেই রবিনসন ক্রুসো
সকলেই নিজস্ব একলা দ্বীপে পরিত্যক্ত
সকলেরই নুন আনতে পান্তা ফুরানো হৃদয় সংসারে
গলার কাছে আটকে থাকা কষ্ট গোপন না বলা।
এ দিকে দিকচক্রবালে নিয়ন করে দিন ফুরোয়
ভালো থাকার ইচ্ছেগুলো হাঁপাতে থাকে
ক্লান্ত শহর ক্রমশ অন্ধকার আর নিস্তেজ হতে থাকে
কিন্তু মরেও মরে না এ শহর
আশা হয়ে আবার বাঁচে আবারও মরে
কিন্তু এই বাঁচা আর মরার ফাঁকে ক্লান্ত লাগে
তখন বড় একা লাগে
বড় একা লাগে বেঁচে থাকা।
.
একা লাগে
... ঋষি
No comments:
Post a Comment