কোন পাহাড়িয়া নদীর তালে তাল মিলিয়ে নাচি
তারপর,
ভাগ্যিস আমার জন্য কেউ অপেক্ষায় নেই
ভাগ্যিস যত্নে আদরে কেউ আমাকে রং কিনে দেয় নি
তবেই তো তুলির আদরে অসময়ের মেঘ
মেঘের আঁচড়ে কান্না
না আমি আর কিছু বলি নি।
.
স্কুল -চক-ডাস্টার-ক্লাসরুম-প্রেয়ারলাইন আর কতকিছু
অংকের মাষ্টার বলতেন সংখ্যাগুলো সব পাখি
কিন্তু পাখিগুলো খাঁচায়বন্দী,
আমি ইদানীং দেখি মানুষেরা সব পাখি
আর জীবনগুলো খাঁচায়বন্দী।
অথচ অংকগুলো কেন জানি মেলার জন্য জন্মায়
অথচ মানুষের অংকগুলোয় যত গরমিল
অংকের মাষ্টার গুনতে শেখালেন কিন্তু বাঁচতে নয় ।
.
খারাপ লাগে
কাছের মানুষ যখন জোর করে কাছে থাকে
তারপর,
ভাগ্যিস জিতে যাওয়ার পর হেরে যাওয়াটা কষ্টের
ভাগ্যিস প্রতিদ্বন্দ্বীতায় আমি নিজেই বন্দী
জনি তো দাগগুলো আর মোছা যায় না
মানুষ চুপ মানে বন্দী পাখি
না আমি আর কিছু বলি নি।
.
কিছু বলি নি
.. ঋষি
No comments:
Post a Comment