Sunday, February 2, 2025

ঘুরে দাঁড়ানো

কনক : হুজুর বদচরিত্র লোক না হলে বাড়িতে সতীলক্ষ্মী বৌকে ছেড়ে আমাদের মতো মেয়েছেলের কাছে কেউ আসে । 

উকিল  : তুমি ওনাকে বদচরিত্র বলছো কেন ? তোমাকে যতটুকু প্রশ্ন করা হয়েছে ততটুকু বলো। 

কনক : বদচরিত্র বলবে না ,বলে কিনা বৌ আদর করে না ,কতদিন শুই নি ,এদিকে এখানে এসে জানছি বৌটাকে খুন করেছে ,ঘরে তিনটে বাচ্চা। বলি না শুলে বাচ্চাগুলো কি হাওয়ায় হলো ?

উকিল  : আচ্ছা কনক তুমি কতোদিনধরে এই কাজ করছো ? সুশান্ত কি তোমার কাছে প্রতিদিন যেত ?

কনক : সেই যখন ১৬ বছর বয়স সেই  শহরের মরোদটা আমাকে বিয়ে করবে বলে এই শহরে নিয়ে এসে বেঁচে দিল। এ কি দেখছেন ,দেখতে তখন আরও সুন্দরী ছিলাম ,গতরে আরও মাংস ছিল। 

জজসাহেব : ভদ্র ভাবে  কথা বলো না হলে জেলে পুরবো ,এটা কোর্ট। 

কনক : শুনুন হুজুর বাজারি মেয়েছেলের আবার ভদ্রতা ,সেই ১৬ বছর বয়স তখন কষ্ট হতো চিৎকার করতাম কিন্তু জন্তুগুলো কি বুঝতো ভদ্রতা ? ছিঁড়ে খেয়েছে ,তারপর এতগুলো দিন শুধুও পিশে চলেছি ,কত নাগর এলো ,কত স্বপ্ন দেখালো ,কত খেলা খেললো কিন্তু বাজারি মানে বাজারি। বাজারি মেয়েছেলের বিয়ে হয় না ,সন্তান হতে নেই ,কষ্ট হতে নেই শুধু কাস্টমার ঘরে এলে শাড়ি খুলে দাঁড়াতে হয় ,তারা কামড়ে ছিঁড়ে ভোগ করবে বদলে কতগুলো টাকা ,খিদে বাবু খিদে কি করবো ?

উকিল  : আচ্ছা থামো ,সুশান্তকে কতদিন চেনো তুমি ? কতদিন ধরে ও তোমার ঘরে যায় ?

কনক : অতো নির্দিষ্ট করে বলতে পারবো না ,তবে প্রায় তিনবছর মোটামুটি সপ্তাহে তিনবার ,রাত্রি করে  আসতো প্রচুর মদ খেয়ে ,তারপর আমাকে ন্যাংটো করে হামলে পরতো শরীরটায় ,মদের ঘোরে বলতো আমাকে নাকি বিয়ে করবে। হা হা ,ওর মতো কত নাগর এলো আর গেলো। হা হা এই যে হারটা দেখছেন সোনার এটা সুশান্ত দিয়েছে।

উকিল  :   জজসাহেব এই সেই হার যা নিয়ে সুশান্ত আর বৌয়ের ঝগড়া শুরু হয়েছিল আর এর জন্য সুশান্ত সেই রাতে রাগের মাথায় বৌয়ের মাথায় রড রড দিয়ে আঘাত করে। 

কনক :  ইশ এই সেই হার আমি এটা আমি গলায় পরে ঘুরছি ঘুরছি ,ছি ছি। আমরা ছোটলোক বাজারি মেয়েছেলে পেটের জ্বালায় বিপাকে পরে শরীর বেচি কিন্তু কারোর সংসার ভাঙতে চাই না ,কোনো মেয়েকে আমরা ছোট করতে চাই না ,বুঝি বাবু সুশান্তর বৌয়ের জ্বালাটা। এই সমাজ কাছে আমরা পণ্য ,এই সমাজের পুরুষের কামের খাবার আমরা কিন্তু সুশান্তর মতো মানুষকে আপনারা ক্ষমা করবেন না ,এই হার আপনি রাখুন বাবু আমার চাই না।

.

ঘুরে দাঁড়ানো (কথোপকথন)

...

ঋষি  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...