Tuesday, February 4, 2025

এমন কিছু

আমি এমন একটা বাড়ি খুঁজছি
আর কিছু না হোক এমন একটা আশ্রয়,
যেখান থেকে আমাকে  কেউ যাতে তাড়াতে না পারে।
সময় বদলালে না পারে বলতে "না হলে "
কিংবা ভয় দেখিয়ে কেউ  না বলে এখানে সব আমার
আর কিছু না হোক সে বাড়িতে যাতে দমবন্ধ না লাগে ।
.
আমি এমন একজন মানুষকে খুঁজছি
যাকে আমার জন্য কিছুই করতে হবে না 
শুধু তুমুল অসুস্থতার দিন মাথায় হাত রেখে সে বলবে
আমি তো আছি, তুই ঠিক হয়ে যাবি,
কিংবা তুমুল বৃষ্টিতে ভিজে গেলে বলবে " ঈশ ভিজে গেছিস তো "
সত্যি তো,
আসলে বাঁচতে গেলে সত্যিটা যে ভীষন  জরুরী।
.
আমি এমন একটা দেশ খুঁজছি
যেখানে সবুজ জীবনের মানে অভিনয় নয়
যেখানে সম্পর্কের মানে কোন পলিসি নয়
যেখানে হাসির মানে কোন কারণ নয়
যেখানে প্রতিমা গড়তে প্লাস্টিক নয় শুধু মাটি লাগে
যেখানে মানুষগুলো ছাঁচে তৈরী পাথুরে নয়।
যেখানে দিনগুলো মানে কোন বশ্যতা নয়
রাতগুলো মানে বাধ্যবাধকতা নয়,
যেখানে মানুষ হাসে,মানুষ কাঁদে,মানুষ বাঁচে,মানুষ মরে
শুধুমাত্র 
শুধুমাত্র কবিতায় নয়
যেখানে দেশ মানে আমি, তুমি আমরা
যেখানে সংবিধান মানে মানুষের স্বাধীন অধিকার।
.
কিন্তু মুশকিল হলো
মানুষ সত্যি দেখতে ভয় পায় কিংবা বলতে।। 
.
এমন কিছু
.. ঋষি 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...