Tuesday, February 18, 2025

বিরক্তি

সব নেইগুলোকে ধরতে থাকলে 
ক্রমাগত অভাবগুলো মাথাচাড়া দেয়
যাদের পথ চলতে পিছনে ফিরে তাকাবার অভ্যেস 
তাদের সামনের জনেদের হিসেবে মেলে না,
এ এক ভীষণ রোগ পিছুটান
স্মৃতির পাতা উলটে শুধুই উঁকি মারে সেই মুহুর্ত 
সেই মুখ,সাদা-কালো ছায়াছবি
কেন যে ফ্ল্যাশব্যাকে দাঁড়িয়ে বুকটা হুহু করে।
.
এই নেই, ওই নেই, সেই নেই
শুধু নেই নেই করে করে কত কাজ বাকি থাকে 
আবার শুধুমাত্র  মনের জোরে কাজটা করে ফেললেও 
হিসেব কিছুতেই মেলে না, 
কি যেন শব্দটা " স্যাটিসফ্যাকশন "
               আসে না কিছুতেই আসে না। 
.
প্রতিদিন একলা দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখি
অথচ ছায়ার মত কিছু একটা থেকে যায়,
ভীষণ এক বিরক্তি কাজ করে
ভীষণ এক বিরক্তি কাজ করে সারা মুহুর্ত ধরে 
তারপর নেই-ঘুমের রাত বারংবার বুঝিয়ে যায়
তোমার প্রতিটা কাছে আসা আসলে চলে যাওয়ার জন্য।
আসলে সব কবিতায় যেমন রবীন্দ্রনাথ থাকতে নেই
সব পেইন্টিংএ যেমন ভ্যানগগ থাকতে নেই
তেমনি তোমার চলে যাওয়াই ভালো
না হলে নেইগুলো আর ধরা হবে না
আর ভালো লাগাগুলো আর ধরা যাবে না
তার থেকে এই বিরক্তিই ভালো ।
..
বিরক্তি
... ঋষি 

 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...