Monday, February 17, 2025

একফালি হাসি

ফিরে এসো তুমি অনুমতি দীর্ঘ ছায়ার পরে 
তোমার  একলা মনে,
তোমার ঝলসানো বুকে টেনে নাও এক অনতিদীর্ঘ রাত 
ঘুম ভেঙ্গে এক মুখ হেসে বলো সুনীলের কোনো প্রেমের কবিতা 
তারপর নয় শুরু হোক দুনিয়া আফসানা  
তারপর নয় তোমার  অপাপবিদ্ধ প্রেম আমাকে নস্টালজিক করুক। 
.
আমি তো চাই সব সত্যিকে মিথ্যে বানিয়ে
তুমি আরেকবার জ্বলে ওঠো,
মিথ থেকে মিথ্যে,সিঁদ থেকে সত্যি 
সে বড়ো সহজ নয়,
জটিল ধাঁধার অস্ত্র ফেলে এবার না হয় তোমার অভিষেক 
এক অন্য শহর ,এক অন্য পরিচয়ে সময়ের জলফড়িং। 
.
ফিরে এসো তুমি নিশাচর কোনো বিজীত আত্মদর্পনে 
সেই পিশাচিনী,সেই রাক্ষসী ,সেই অনবদ্য কবিতা 
একফালি হাসি। 
ছায়াখানি রেখে তোমার মাংসের ভেতরের অপমান
তুমি তাকে ক্ষমা করে দেও
সময়ের  চোখে আঁজলা ভরে তুমি ছিটিয়ে দেও 
অমৃতপ্রেমের সুখ।
এই শব্দহীন পৃথিবীতে যখন কিছু বলার নেই
তখন পোড়ার শব্দটুকুই বা কেন ? 
তখন জ্বলার শব্দটুকু বা কেন ?
বরং তোমার নষ্ট সুখের  জন্মবিরহ নিয়ে 
আজীবন তোমার মুখে থাকুক এক সুপ্রভাতের সুখ । 
.
একফালি  হাসি 
... ঋষি

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...