Friday, November 30, 2018

চার্বাক তোমাকে


চার্বাক তোমাকে
.................. ঋষি
===========================================
কলমের নিব ফেটে ছড়িয়ে পড়ছে কালি
চার্বাক তুমি বসন্ত খঁজে চলছো পথে ধুলোয়।
এখন তো শীতের সময়
তবু চোখের জল আনতে আমার গ্লিসারিন দরকার আদিম শৈশব।
পাথরের ভিটে মাটি ,জ্যান্ত ঘুঘুরা
ক্রমশ শুকনো মাটিতে বুক খুঁজছে বেঁচে চলার।
.
দর্শনের অধ্যায়
নাস্তিক জন্মের অধিকারী মানুষ
ঈশ্বর সে শুধু কোনো অবান্তর পৃথিবীতে দিকভ্রষ্ট।
 ক্ষিতি (মাটি), অপ (জল), তেজ (আগুন), মরুৎ (বাতাস)
চার অধ্যায় সৃষ্টির।
আত্মার খোঁজ তোমার কাছে অপাংতেয়
পাঙতেয় সুখ শুধু মানুষের জীবন আর সৃষ্টি ।
কিন্তু প্রেম
চার্বাক তুমি শুধু ঈশ্বরের প্রতিবাদে মানুষ আঁকতে থাকো
অথচ প্রেম ছাড়া যে মানুষ অপাংতেয়।
.
কলমের নিব ফেটে ছড়িয়ে পড়ছে  যন্ত্রনা
চার্বাক তুমি এই শীতের বেলাতে শুধু শুস্কতা খুঁজে চলো।
এখন স্পর্শের দিন
দেখো শীতল হওয়াতে লেগে আছে প্রেমের বাঁশি।
পাথর ভাঙা শোক
তবু দেখ জল উঠে আসছে পাথুরে মাটিতে।
  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...