Saturday, April 27, 2019

দগ্ধ উপত্যকা


দগ্ধ উপত্যকা
......... ঋষি
=====================================
প্রেমিকার বুক আছড়ে পড়া ঢেউ নির্জনতায়
এক বেপরোয়া  উত্তেজক দৃশ্য ক্রমশ মগ্ন করছিল আমায়
আকাশের চাঁদ ,আগুনে চাঁদ ক্রমশ অনেকটা গল্প। 

প্রতিবার রতিক্রিয়ার পর তুমি আরো সুন্দরী
প্রতিবারের মতো হাপরের মতো ওঠা নামা করছিল দু দুখানা চাঁদ।
আমার আড়ষ্ট বুকের জঙ্গলে ক্রমশ  বিপন্ন সময়
এগিয়ে চলেছিল আরেকটু আদরের দিকে ,
ফেটে পড়ছিল হ্যালোজেনের
নীলচে হলুদ চুমু ।

চুমুকে আমি চুমু বলি
আমার সহ্য মাত্রা অন্তরের ছিটিয়ে পড়া মুহূর্তকে উপভোগ করছিল
আকাশের অন্ধকারে কোনো ব্ল্যাকহোলে সময়। 
বিষণ্ণতা,
সারা  শরীরের  সমুদ্রে আছড়ে পড়া ঢেউ ,
তীব্র আলিঙ্গনে একটিমাত্র মাত্র উচ্চারণ স্পর্শ উপলব্ধিতে।
 প্রেমিকা যে  এতই ভয়ংকর সুন্দর হয়ে পড়ে চরমতম বিন্দুতে পৌঁছিয়ে
যেন নেশাতুর হয়ে যায় মহাপ্রকৃতি।

প্রেমিক উন্মত্ত হলে চাঁদ  রাতের দগ্ধ উপত্যকায়
ক্লান্তিতে জড়িয়ে ধরা আকাশ নিরিবিলি কিছু মুহূর্তরা
প্রেম শুধু কল্পনাতে রাতের শিশিরে রূপকথা। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...