Saturday, June 1, 2019

তুমুল বৃষ্টি


তুমুল বৃষ্টি
............ ঋষি
===================================
একদিন ঠিক বদলে যাবে
ওলোটপালোট এক দঙ্গল মেঘ আকাশ ভেঙে মাটিতে তখন।
সোঁদা মাটি ,
কলসির  নিতম্ব বেয়ে কোনো অস্থির দিন।
হেসে উঠবে দিগন্ত গভীরে 
বৃষ্টি দিন ,,নরম মাটিতে তোর নরম স্তনের গন্ধ।

একদিন ওলোটপালোট
এই পৃথিবীর পাতায় অজস্র খিমচানো শুকনো মাটির  গল্প।
তুই সেই রূপকথার সিনড্রেলা
এগিয়ে আসা গোলাপি মেঘে ক্রমশ রাত্রি ঘর।
পৃথিবী ওলোটপালোট আদল ,অন্ধকার আকাশ
অদ্ভুত চাহুনি
তোর বাদামী বৃন্ত ছুঁয়ে শিউরে উঠবে সময় ,
গ্যালাক্সির আলোককিরণ।
কবিতার ভিতর ক্রমশ আরো অন্ধকার আমি
তোর  জরায়ু আঁকড়ে বেঁচে উঠতে চাইবো।
চাইবো আরো প্রাণের গভীরে বাঁচতে
তারপর অকারণ কান্নার বাতিঘরে নিভে আসা ঝড়
তুমুল দুর্যোগ
বৃষ্টি তখন।

একদিন ঠিক বদলে যাবে
ওলোটপালোট এক দঙ্গল মেঘ তখন তোর শহরে।
তুমুল বৃষ্টি
তোর তুমুল আদরের শরীরে তখন  সামুদ্রিক লবণগন্ধ।
হেসে উঠবি তুই আমার মনের গভীরে
তোর বুকের মেঝেতে তখন  আমার বদলানো দিন।  

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...