Tuesday, June 11, 2019

সামাজিক

সামাজিক
......... ঋষি
=============================================
এতক্ষন ধরে শুধু সুখ নিয়ে কথা বললে
কিন্তু  শা ........ন্তি।

অন্ধকার  দুপুরের রোদ
ভালোবাসার প্রয়োজনে খোঁপা খুলে নিংড়ে পরে সম্পর্ক।
এক লোম খাড়া করা বিকট বেড়াল
আক্রোশে খামচাতে থাকে  তরল কোনো প্রয়োজনের  বিছানা ।
হ্যা বৃষ্টি হয় কিন্তু প্রকৃতির নয়
হ্যা নদী ভেসে যায় ,গোঙাতে থাকে শরীর ,আঁশটে একটা গন্ধ।
বমি আসে আজকাল
তবুও আমি সামাজিক।

সবার মনের ভিতর একটা নিজের বাড়ি থাকে
থাকে মনের  সিন্দুকে লোকানো হাজারো স্বপ্ন।
 স্বপ্ন কখনো কখনো একঘেয়ে অন্দরমহলে হাতাখুন্তি নাড়ার ফাঁকে বিদ্রোহী
আর খুলবে না সে ,সিন্দুকে তালা
তারপর কয়েক শতাব্দী পর সেই সিন্দুকের হাজারখানেক চাবি  ।
ঢুকে যায় ,নিজের মতো করে সম্পর্ক খোঁজে
 নীল আকাশের মেঘে অসময় মেঘ ,মনখারাপ।
একদম চুপ ,বলতে নেই
তবুও আমি সামাজিক।

এতক্ষন আমি নিজের কথা বললাম বেখেয়ালে
সাধারণ কিন্তু  আজও  সামা..... জিক। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...