Sunday, June 2, 2019

হলুদ রং

হলুদ রং
...... ঋষি
=====================================
আমাদের কোনো বৃত্ত নেই
শুধু সম্পর্কের সরলরেখা ধরে তির্যক ভাবে হেঁটে চলা।
আসলে আমরা আকাশ দেখতে ভালোবাসি
ভালোবাসি একলা বৃষ্টিতে ভিজতে।

হলুদ রংটা সাদা পাতায় ঢেলে
সাদা রঙের স্বপ্নগুলো সব বড় মলিন লাগে আজকাল।
আজকাল শহরের পথচলতে বিজ্ঞাপন লাগে জীবন
বিজ্ঞাপনের ভিতরে তোমার হাসিটা
আজকাল ঘড়ির কাটা মনে হয়।
কেমন কাটছে জীবন চলন্তিকা ? হিসেবের নথিতে হিসেবের ঘর
ঘরের ভিতর অজস্র শ্বাপদের বাস।
নিরিবিলি কোনো মুহূর্তের চাবিকাঠি
হিসেবের পুতুল সব।
আসলে আমরা সবাই ছবি আঁকতে ভালোবাসি
ভালোবাসি আঁকিবুঁকি টানে রঙিন রং ঢালতে ,
শুধু বাঁচাটা আর হয়ে ওঠে না
হাঁপিয়ে যায় জীবন পথ চলতে।

আসলে  আমাদের কোনো বৃত্ত ছিল না কোনদিন
শুধু বৃত্তের বাইরে কিছুটা নিশ্বাস খোঁজা।
আসলে আমরা আকাশে ভাসতে ভালোবাসি
ভালোবাসি পাখির বাসা বুনতে।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...