Tuesday, June 18, 2019

স্বপ্ন শহর

স্বপ্ন শহর
..... ঋষি 
=============================================
অঞ্জন দত্তের গিটার কলকাতা ষোলো থেকে
আজ উনিশ ,বদলাচ্ছে।
ছায়াময় সময়ের  বুকে স্যাক্সোফোন আর আকাশ ঢাকা বাড়ি
কল্পনার আকাশ ,বদলাচ্ছে।
.
ঈশ্বর কোনদিন তেমন ভাবে ছুঁতে চাইনি আলো অথবা অন্ধকার
শুধু স্পর্শে খুঁজেছে প্রেম নিজস্ব অধিকারী।
আর আমরা মানুষ শুধু অহংকারে খুঁজে মরি গোপনে প্রেম
পুজোর বদলে শুধু খিমচে ধরি।
আমিও খুব সাধারণের মতো তোমাকে স্পর্শ করি
খুলে ফেলি তোমার তরল রূপ।
.
তোমার  হলুদ শাড়িতে  চেনা ছকের বাইরের
জীবনের অন্যরূপ।
ঈশ্বরের মুখে খিদের মানচিত্র ,মানুষ রুপী  জানোয়ার
তোমাকে তো সবসময় বলি
এই সভ্যতায় ঈশ্বর শব্দটা সময়ের অধিকারের সাথে মানায়।
আর আমরা সাধারণ রুপোলি চাঁদের মতো ভাত
আর স্বপ্ন দেখতে ভালোবাসি।
.
অঞ্জন দত্তের সেই কালো মেয়ে ম্যারিয়ন থেকে
আজ রূপসী শহর বদলাচ্ছে।
ক্ষোভ আর ব্যর্থতার মধ্যে বাড়তে থাকা নগ্ন ঈশ্বর
স্বপ্ন কল্পনায় ,বদলাচ্ছে। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...