Wednesday, June 5, 2019

অরণ্য


অরণ্য
............. ঋষি
==========================================
আমার ভিতর জরা  বেড়ে গেছে
হঠাৎ বৃষ্টি কিংবা মেঘলা দিন সবটাই অবান্তর।
রৌদ্র মেঘ ,অবেলায় বৃষ্টি
বনজ প্রদেশে শীতল হরিণেরা আজকাল আর ঘাস চিবোয় না।
সবটাই কেমন শান্ত
ফিরে যাওয়া জন্মের কাছে অরণ্যের অনুভূতি।
.
শুকনো ঘাস বাড়তে থাকে বুকে
সবুজ পাতারা আজও জন্মায় ,কবিতা লেখে নিজের মতো।
অনুভূতিরা বেণী ঝুলিয়ে আজও টিউশন ফেরত
একফালি হাসি দিয়ে যায়।
শেষ হয়ে যাওয়া বিকেলের আলো ক্রমশ মনে হয় মিশতে থাকে অন্ধকারে
সারি দিয়ে জ্বলে ওঠে  স্ট্রিট লাইট ,
জ্বলতে থাকে
বুকের গভীরে একফালি হাসি প্রেমিকার ঠোঁটে।
সবটাই নির্ভরশীলতা
কয়েকশো একর একটা সবুজ অরণ্য
ক্রমশ ফুরোতে থাকে সভ্যতার ছোঁয়ায়।
.
আমার ভিতর জরা বেড়ে গেছে
তবুও একটা বেড়াল পা টিপে হেঁটে যায় আমার সারা সময় জুড়ে।
সময়ের সফর , ঋতূ বদল
বদলানো পৃথিবীতে কমে আসে বাঘের পরিসংখ্যান মানুষের পরিচয়।
চারপাশ নিঝুম কেমন
ফিরে আসা মৃত্যুসামীল জীবনের কাছে।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...