Tuesday, June 11, 2019

heart beat

I want to hear your heart beat
as we fall asleep togather......

সিঁড়ির ওপরে সিঁড়ি
পা রাখি ধীরে, খুব ধীরে সময়ের অযুতনিযুত।
শরীরের উন্নত  ধাপ, স্থির
অন্ধকারের স্রোত, উৎস, মিশে যেতে চাই।

সারারাত
প্রেমিকা এই অন্ধকার , উৎস  চলি, চলি, দুই পাড়।
চোখের স্তব্ধতা, রক্তের পৌরুষে আস্ফালন
ঠোঁট রাখি ঈশ্বরের পাতায়।

ফুল ফোটে নিস্তব্ধে , সিঁড়ির ওপরে সিঁড়ি
 সারারাত !ছুঁচ ফোঁটা শরীরে ব্যাকুলতা।
ঘুম চুরি হয়ে গেছে বহুদিন
তোমার না ফুরোনো হৃদয়ের গন্ধ।

আমি ঠোঁটে আঙুল ঘষেছি
 দুইপাড়ে জল ,তৃষ্ণা না মেটা স্বভাব জলের।
খিদে বাড়ে ,বাড়ে রৌদ্র ঝড়া পাতা
গরম নিঃশ্বাসে  ঈশ্বরের শরীরে ঘাম।

আর কিছু নয়
 সারা শরীর জুড়ে ব্যস্ত মানুষের আসা যাওয়া।
আমি সিঁড়ি পেড়িয়ে যায়
অথচ তুমি আসো না সহজে  ঈশ্বর স্পর্শে।
.
     ........ ঋষি 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...