I want to hear your heart beat
as we fall asleep togather......
১
সিঁড়ির ওপরে সিঁড়ি
পা রাখি ধীরে, খুব ধীরে সময়ের অযুতনিযুত।
শরীরের উন্নত ধাপ, স্থির
অন্ধকারের স্রোত, উৎস, মিশে যেতে চাই।
২
সারারাত
প্রেমিকা এই অন্ধকার , উৎস চলি, চলি, দুই পাড়।
চোখের স্তব্ধতা, রক্তের পৌরুষে আস্ফালন
ঠোঁট রাখি ঈশ্বরের পাতায়।
৩
ফুল ফোটে নিস্তব্ধে , সিঁড়ির ওপরে সিঁড়ি
সারারাত !ছুঁচ ফোঁটা শরীরে ব্যাকুলতা।
ঘুম চুরি হয়ে গেছে বহুদিন
তোমার না ফুরোনো হৃদয়ের গন্ধ।
৪
আমি ঠোঁটে আঙুল ঘষেছি
দুইপাড়ে জল ,তৃষ্ণা না মেটা স্বভাব জলের।
খিদে বাড়ে ,বাড়ে রৌদ্র ঝড়া পাতা
গরম নিঃশ্বাসে ঈশ্বরের শরীরে ঘাম।
৫
আর কিছু নয়
সারা শরীর জুড়ে ব্যস্ত মানুষের আসা যাওয়া।
আমি সিঁড়ি পেড়িয়ে যায়
অথচ তুমি আসো না সহজে ঈশ্বর স্পর্শে।
.
........ ঋষি
as we fall asleep togather......
১
সিঁড়ির ওপরে সিঁড়ি
পা রাখি ধীরে, খুব ধীরে সময়ের অযুতনিযুত।
শরীরের উন্নত ধাপ, স্থির
অন্ধকারের স্রোত, উৎস, মিশে যেতে চাই।
২
সারারাত
প্রেমিকা এই অন্ধকার , উৎস চলি, চলি, দুই পাড়।
চোখের স্তব্ধতা, রক্তের পৌরুষে আস্ফালন
ঠোঁট রাখি ঈশ্বরের পাতায়।
৩
ফুল ফোটে নিস্তব্ধে , সিঁড়ির ওপরে সিঁড়ি
সারারাত !ছুঁচ ফোঁটা শরীরে ব্যাকুলতা।
ঘুম চুরি হয়ে গেছে বহুদিন
তোমার না ফুরোনো হৃদয়ের গন্ধ।
৪
আমি ঠোঁটে আঙুল ঘষেছি
দুইপাড়ে জল ,তৃষ্ণা না মেটা স্বভাব জলের।
খিদে বাড়ে ,বাড়ে রৌদ্র ঝড়া পাতা
গরম নিঃশ্বাসে ঈশ্বরের শরীরে ঘাম।
৫
আর কিছু নয়
সারা শরীর জুড়ে ব্যস্ত মানুষের আসা যাওয়া।
আমি সিঁড়ি পেড়িয়ে যায়
অথচ তুমি আসো না সহজে ঈশ্বর স্পর্শে।
.
........ ঋষি
No comments:
Post a Comment