Time is always impossible ,until its ruin.......
.
কালরাতে বৃষ্টি হয়েছিল
ক্যারেন্ট ছিল না কিন্তু জানো ঘুhgমের ভেতর ভিজে যাচ্ছিল একটা বন।
রাস্তায় কেউ জোরে হর্ন বাজাচ্ছিল বাজাচ্ছিল স্টোরি
নিউজপেপার হেডলাইন ব্যাপক মার পড়েছে হাসপাতালে ।
আসলে বদলে যাচ্ছে দিনের রঙ
বদলাচ্ছে হাতের আয়ুতে রাখা মানুষের ভাবনার ফসল।
.
কূপমণ্ডুক সব
ঔরঙ্গজেব আজ মৃত হলেও বেঁচে আছে মানুষের মনে।
ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে একসময় বিকেলের শেষ লন পেরিয়ে যাই
সামনে হাসপাতালে প্রসূতিঘর ,
কোনো শব্দ নেই
দরজা ফাঁক করে দেখি শৈশবগুলো মরছে ,
গলে পচে যাচ্ছে পেট ফোলা মহিলাগুলো।
কখন যেন যমদূতের মতো কিছু অশিক্ষিত মানুষ সেই ঘরে
ঢিল ছুঁড়ছে ,শহরের দেওয়ালে হোলির বেলুন ছোঁড়ার মতো রক্ত।
কি কান্ড
আমি হেঁটে যাচ্ছি শহরের পথে ,এত শব্দহীন।
মায়ের মৃতদেহ নিয়ে মানুষটা হাসপাতালের গেট থেকে বেরোচ্ছে
শেষ চেষ্টা করা গেলো না ,ডাক্তার প্রতিবাদে। ছুটিতে যে।
কি হবে ,ঘুম ভেঙে যায়
কে অন্যায় ? কি অন্যায় ?
সভ্যতা না সভ্যতার মানুষ।
.
গতরাতের স্বপ্নের ভিতর আমরা বসে আছি আজও ,
বসে থাকবো।
নপংসুক অশিক্ষিত সমাজের দরজায় গান্ধীজি লাঠি নিয়ে হাঁটবেন
কিন্তু বদলাবে কি ?
আদমের লাল ফল,জনতার উন্নাসিকতা ,ডাক্তারের অভিমান
মশাই আমার মা মারা গেলেন বিনা চিকিৎসায়।
.
.... ঋষি
No comments:
Post a Comment