সঙ্গ দোষ
............. ঋষি
======================================
সঙ্গ দোষ মশাই
ধারনার ভিতর হেঁটে চলে সময় দূরত্বের মতো।
দূরত্ব একটা দুর্বলতার অভিধান
এই ধরুন দশ দশবার আপনি কল করলেন আপনার প্রেমিকাকে,
ফোন উঠলো না বরং আপনার একাকিত্বের সঙ্গদোষে
পাশ থেকে একটা অজগর ডেকে উঠলো।
ব্যাকরণ ভুল মানে না
ভুল সময়গুলো সর্বদা অবয়বহীন সরীসৃপের মতো।
খোলস ভিতরে গুটিয়ে থাকে মানুষের সহ্য
আর মশাই তার যদি সীমানা ছাড়িয়ে যায় দেখবেন ;
বিশাল বিশাল নোঙ্গর বাঁধা থাকলেও আপনার এক ফালি নৌকার সাথে
আপনি সমুদ্রের স্রোতের সাথে এগিয়ে যেতে থাকেন।
আপনার হাত-পা লোহা-লোহা
ক্রমশ জলের মধ্যে থাকতে থাকতে শ্যাওলা জমে গায়ে
দারুন কনট্রাস্টটা
লাল ,সবুজ কেমন একটা শ্যামলা রঙের মানুষের ভুলগুলো।
সঙ্গ দোষ মশাই
অদ্ভুত রোগ আপনার ধারণার ভিতর আপনার অজানাতে।
দূরত্বের নিরামিষ পত্রিকায়
করগোনা কিছু খুব গভীর সম্পর্ক।
হাতের মুঠোফোন আপনার বেজে ওঠে এই সময়
ওপাশ থেকে সেই শ্যামলা রঙের মেয়েটার নরম গলার স্বর।
No comments:
Post a Comment