Tuesday, June 11, 2019

চিলেকোঠা


চিলেকোঠা
...... ঋষি
=========================================
স্মৃতি আর স্মৃতি
জীবনের পদাবলীতে ফোল্ডেড একটা চ্যাপ্টার ১১ ই জুন।
তোমার চোখে চোখ রাখি ,বুকে বুক আবার
বহুদূর একলা  দুপুর দোতলার চিলেকোঠা  পড়ে আছে একা
চলো  না সেখানে যাই।

করিডােরে তপ্ত দুপুরের হাওয়া
বাড়ি ঘেঁষা বউটুপিওয়ালা নামনা জানা সেই বিশাল গাছটা
শালিক আর কাকের আনাগোনা।
স্নান করেছো কি আজ ? এলোমেলো এক ঝাঁক কোঁকড়ানো চুল।
খেয়েছ কিছু  ? কলেজ ছিল সকালে
কিছুই ভালো লাগে না আজ , অফিস যাওয়ার তাড়া
এক গাল না কাটা বহু যুগ পেড়োনো দাঁড়ি।
নোংরা শর্টস ,গেঞ্জি
নিজের দিকে তাকাই ,তাকাই আয়নার দিকে
চিনতে পারছি না তোমায়।
কাল রাতে আকাশের গায়ে অর্ধেক চাঁদ হাসছিল আমায় দেখে
বলছিল বোকা পাগল একটা।

স্মৃতি আর স্মৃতি
ধোপদুরস্ত পোশাক ,ক্লিন সেভ্ড আমি আজ সকালের আয়নায়।
এখনও হাঁটছি মনের কোন হাজারো না লেখা কবিতা
তুমি ও হাঁটছো , পুরোনো ১১ ই জুন পেরিয়ে আমরা
কিন্তু আমার মতো তুমিও কি মিস করছো চিলেকোঠার ঘরটা।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...