Tuesday, June 11, 2019

ঈশ্বরের সাথে কথোপকথন


ঈশ্বরের সাথে কথোপকথন
......... ঋষি
=====================================
তুই ছাড়া আমার কে আছে ?
আমি বললাম আকাশ।

আকাশ ছাড়া তোর কে কে আছে ?
আমি বললাম নদী  ,সমুদ্র ,বৃষ্টি ,আমার একাকিত্ব
আর আমার কবিতা।

ঈশ্বর হাসলেন
খুব হাসলেন ,
বললেন  একবারও তো জীবনের কথা  বললি  না,মূর্খ মানুষ ।
আমিও হাসলাম খুব
খানিকটা অবাক হয়ে ঈশ্বরের চোখে চোখ রেখে বললাম
জীবন মানে তো বেঁচে থাকা ,
সে তো আমরা সবাই
কিন্তু আপনি বলুন বেঁচে থাকা মানে কি শুধুই দিনকাটানো
নাকি সমঝোতা কোনো ডুবে যাওয়া নাবিকের মতো  ?

ঈশ্বর মুচকি হাসলেন
বললেন বলতো জীবন ছাড়া আর কি আছে তোর কাছে ?

আমি হাসলাম খুব ,তারপর বললাম আমি আছি
আর আছে একজন খুব গোপনে
আমার একজন প্রিয় কবিতা।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...