Sunday, June 2, 2019

একা থাকা

একা  থাকা
..... ঋষি
====================================
একঘেয়ে বর্ণনা থেকে শূন্যতা ভালো
নিজের অনুভূতি পুড়িয়ে আগুনের ফাঁদে আরেকটু জীবন ,
আর না ,
একা থাকা ভালো।
.
কবিতার মতো কিছু যদি থাকে
ফিরে যাবো আমি নিজের গভীরে মাকড়সার জালে।
আরেকটু আসমানী হবো
পথ চলতি কোনো ব্যাস্ট্যান্ডে দাঁড়ানো তোমাকে  দেখে
ভেবে নেবো কোনো পাথরের মূর্তি।
এই শহরের ফাঁদে ,
তামাম দুনিয়ায় এক বিশাল গর্ত রাখা আছে ,
উপরে সাজানো তোমার নরম পশমের অজস্র উপহার।
কিন্তু গলে গেলেই
তুমি নেই ,আমি নেই ,নেই অজস্র ফোন কল। 
আছে কিছু বিষাক্ততা ,
অনুভূতিতে লুকোনো সুপ্ত নেশা
মৃত আমরা।
.
এক ঘেয়ে বর্ণনার থেকে
কবিতার শব্দদের মাঝে নিজেকে লোকানো ভালো,
আর না
এইবার একা থাকা ভালো। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...