তথাস্তূ
আমরা তো ঈশ্বর হতে পারি না .......!!
.
সময় জুড়ে কতো ছন্দ, কতো গন্ধ - আনন্দ
উজ্জ্বল উপস্থিতি ,সজীবতা।
খোলা চোখে দেখা আটপৌরে জীবন
মুগ্ধতা সময় পেরিয়ে পাহাড়ের মাথায় দেখা সূর্যোদয়।
ভালো লাগা সবুজকে আহবান
আদরের কবিতায় ছড়াছড়ি অজস্র আনন্দের উপলব্ধি ।
.
জীবনটাকে উল্টো করে ভাবলে কেমন হয়
কেমন হয় যদি হঠাৎ মৃত্যু থেকে হাঁটা শুরু করি জন্মের দিকে।
জীবনের নানা ভুল
জীবনে অজস্র স্বভাবের অভাবগুলো তখন অজানা নয়।
অজানা নয় শিউলি পেরিয়ে হাঁটার অভিজ্ঞতা ,
কিংবা হেঁটে যাওয়া আগুনের পায়ে লেগে থাকা কষ্টগুলো।
না তখন আর কষ্টের কবিতা নয়
কবিতা তখন উপলব্ধি কোনো বাঁচার আলো।
তাইতো আজকাল ঈশ্বর হতে ইচ্ছে করে
ইচ্ছে করে সময়কে তথাস্তূ বলতে, ফেলে আসা প্রাক্তনি বিকেলকে।
সময়কে সর্বদা গ্রাস করা আচ্ছন্ন অন্ধকার
তাই বোধহয় মানুষের ঈশ্বর হওয়া হয় না।
.
সময় জুড়ে কতো ছন্দ, কতো গন্ধ - আনন্দ,হাজারো স্মৃতি
চলন্তিকা এগুলোও তো সাথে নিয়ে বাঁচা যায়।
তবুও খসে পড়া পাতা মাড়িয়ে যেতে যেতে
সময় কেঁদে ফেলে আমাদের মতো ,বুকে জড়িয়ে ধরে কষ্টকে।
তবুও তো চলন্তিকা বাঁচতে হবে
সময়ের সাথে ,সময় জুড়ে জানা মৃত্যুর দিকে পা বাড়িয়ে।
.
........ঋষি
No comments:
Post a Comment