Thursday, June 6, 2019

ভালোবাসা ঈশ্বর


ভালোবাসা ঈশ্বর
.... ঋষি
============================================
শূন্যতা  শব্দটার মধ্যে লুকিয়ে আছে চলন্তিকা
সুরযকা সাতমা ঘোড়া।
বারংবার সূর্য শব্দটা লিখতে কেন জানি সময়ের বড় ভুল হয়ে যায়
যে ক্ষতদের কথা তুমি বলো ,সেগুলোতে ক্লান্তি মাত্র।
রাতের বিছানায় ঘুম না আসাটা
বুকের চাদরটা ভালোবাসায় জড়িয়ে ধরাটা আসলে বেঁচে থাকা।
.
ঘামের গন্ধ থেকে তোমাকে খুঁজে পাওয়া
আকাশের নক্ষত্রদের গায়ে মাদুর পেতে তোমার সাথে গল্প
শুধু বাঁচতে চাওয়া।
অচেনা ভাষার আর্তনাদগুলো আজকাল চলার সফরে বড় অচেনা লাগে ,
শুকনো  জিভে আটকে থাকা না বলাগুলো
একলা থাকে স্বপ্নের মতো।
দুর্যোগের কালো মেঘ যেন দলছুট ইচ্ছা অস্থির এলোমেলো হাওয়া
বড় বেশি একলা করে
বদলানো ঋতু,সময়ের নিয়ম আর হিসেবে মাফিক একলা বাঁচায়।

আসলে  বৃষ্টি আসার কথা ছিল  কথা সমস্ত ঈশ্বরকে ভিজিয়ে
সমস্ত শহরে জল জমা রাস্তায় ,সমস্ত হৃদয়ে
ঈশ্বর লেখার কথা ছিল তোমার নামে।
তোমার শাড়ির আঁচলে নিজেকে লুকিয়ে
লেখার কথা ছিল ভালোবাসা ঈশ্বর।
সন্ধ্যের মুখোমুখি অগুনতি আসাযাওয়ায় রঙিন  রঙ ঢেলে
একটা ছবি আঁকার কথা ছিল স্বপ্নের মতো।
যে স্বপ্নে আমি রাজা আর তুমি  রানী
আর বাকি সব আর জানতে ইচ্ছে করে না।
শ্রূতি ,প্রতিশ্রূতি বৃষ্টি অধিবাস সব ভুলে
শুধু তুমি যে ঈশ্বর তখন।
.  .   .

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...