কথা ছিল
.......... ঋষি
====================================
কথা ছিল হেঁটে যাব ছায়া পথ ধরে
হাজারো বছর ধরে কোনো অন্য গ্যালাক্সিতে স্বপ্নের মতো।
কিন্তু মানুষের গভীরে যেতে যেতে বুঝেছি
তারা ক্লান্ত ভীষণ ,
তাদের দুচোখের পাতায় হাজারো বছরের ঘুম।
প্রবল বৃষ্টির আকাশে মাথা ঠুকে নিজের মতো মানুষ স্বপ্ন গোছায়
প্রথম প্রেমের বিরহের গল্প মতন কিছু অদ্ভুত স্মৃতির
হাওয়া ঘর ।
ঝড় ওঠে মেঘলা দিনে
হয়তো বা বৃষ্টিটা আরো একটু ছুঁয়ে দেয় মানুষের গভীরে।
মানুষের চোখের গভীরে জল শুকিয়ে থাকে
শুকিয়ে থাকে শুকাভূকা সেই দরিদ্র সমাজ মানুষকে জড়িয়ে।
হাজারো ট্রেন মানুষের স্টেশনে থামে
সুপ্রভাত ,প্রাতরাশ ,হয়তো কোনো পিকনিক জীবনে
আর তারপর সেই অলস জীবন স্মৃতি নির্ভর।
আসলে স্মৃতি থেমে থাকে না স্টেশন বদলায়
নেশার ঘোরে মানুষ
শুধু জীবনের বাঁচার প্রত্যাশায়।
.
কথা ছিল হেঁটে যাব ছায়া পথ ধরে
হাজারো বছর ধরে কবিতার পাতায় মানুষ লিখবো বলে।
কিন্তু আমিও ভীষণ ক্লান্ত সময়ের মতো
আমার বুকের টিকটিকে লেগে গেছে অজস্র ঘুম
আর সময় মাসিপিসি গাইছে ঘুম পাড়াবার গান।
.......... ঋষি
====================================
কথা ছিল হেঁটে যাব ছায়া পথ ধরে
হাজারো বছর ধরে কোনো অন্য গ্যালাক্সিতে স্বপ্নের মতো।
কিন্তু মানুষের গভীরে যেতে যেতে বুঝেছি
তারা ক্লান্ত ভীষণ ,
তাদের দুচোখের পাতায় হাজারো বছরের ঘুম।
প্রবল বৃষ্টির আকাশে মাথা ঠুকে নিজের মতো মানুষ স্বপ্ন গোছায়
প্রথম প্রেমের বিরহের গল্প মতন কিছু অদ্ভুত স্মৃতির
হাওয়া ঘর ।
ঝড় ওঠে মেঘলা দিনে
হয়তো বা বৃষ্টিটা আরো একটু ছুঁয়ে দেয় মানুষের গভীরে।
মানুষের চোখের গভীরে জল শুকিয়ে থাকে
শুকিয়ে থাকে শুকাভূকা সেই দরিদ্র সমাজ মানুষকে জড়িয়ে।
হাজারো ট্রেন মানুষের স্টেশনে থামে
সুপ্রভাত ,প্রাতরাশ ,হয়তো কোনো পিকনিক জীবনে
আর তারপর সেই অলস জীবন স্মৃতি নির্ভর।
আসলে স্মৃতি থেমে থাকে না স্টেশন বদলায়
নেশার ঘোরে মানুষ
শুধু জীবনের বাঁচার প্রত্যাশায়।
.
কথা ছিল হেঁটে যাব ছায়া পথ ধরে
হাজারো বছর ধরে কবিতার পাতায় মানুষ লিখবো বলে।
কিন্তু আমিও ভীষণ ক্লান্ত সময়ের মতো
আমার বুকের টিকটিকে লেগে গেছে অজস্র ঘুম
আর সময় মাসিপিসি গাইছে ঘুম পাড়াবার গান।
No comments:
Post a Comment