Friday, August 30, 2019

সময়ের মুখ


সময়ের মুখ
... ঋষি
============================================
কোনো এক ভুল ভাঙা বিকেলে
এই শহরের বুকে লেখা হয়েছিল নতুম কোনো কাব্য।
ভালোবাসা
শব্দটাকে ভেঙে টুকরো করে আতশ কাঁচে রেখেছি বারংবার
কিন্তু হিসেবে মেলে নি
মিলেছে অজস্র সুক্ষ ছেঁড়া তার।


চলন্তিকা
তুই যদি কবিতা হতিস তোকে ভালোবাসতাম ,
সমুদ্র হয়ে তোর বুকে ছুঁয়ে দিতাম উত্তাল শব্দে।
কিছু আনকোরা সময়
খোলা আগুনে পুড়ে যাওয়া বেঁচে থাকা।
তৃ
প্তি
নির্দিষ্ট আঙ্গিকে একাকাকার শান্ত সমুদ্রের ঢেউ।
ঝাউবন
মাতাল করা নোন হাওয়া ছুঁয়ে চলা ,
অজস্র সুখ
বুক আঁকড়ে বলা ভালো আছি
খুব ভালো।

কোনো হারানো সময়ের কবিতা নয় এটা
নিতান্ত সময়ের মুখে দেখা কোন হারানো বিকেল।
ভালোবাসা
শব্দটাকে ভেঙে চিরকাল একটা কাঁচ ভাঙা শব্দ।
তবু সময় ক্লান্ত নয়
ক্লান্ত আমার মতো কিছু সময়ের মুখ। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...