Tuesday, January 11, 2022

দুটো মানুষ



দুটো মানুষ 
.. ঋষি 

ক্রমশ ক্লোজসার্কিটে মেঘ হবে
হবে এই মহানগরে ক্রমশ দুটো মানুষ আতশ কাঁচের নিচে
কেউ জানলো কি না জানলো, তাতে কি 
দু জন যে একইরকম দেখতে। 
.
ক্রমশ ইট ছুঁড়লে পাটকেল 
ক্রমশ দুটো মানুষ এই মহানগরে উল্টোপথে হাঁটবে 
তাদের হাঁটার পথে মেঘ হবে, অবশ্যই বৃষ্টি, কাদা, ঋতুকালীন প্রবেশ নিষেধ 
কেউ জানলো কি না জানলো তাতে কি 
দু জন যে একইরকম দেখতে। 
.
ক্রমশ দিন বদলাবে
এই মহানগরের রাস্তার ক্রমশ চুল পাকবে, চামড়ায় ভাঁজ
ক্রনশ চোখের চশমায় ধরা দেবে এক অসমাপ্ত বাঁচা, 
ক্রমশ মহানগর দোষ দেবে নিজেকে 
কেন এই অন্ধকার?
কেন লাইটপোস্টের নিচে পোশাক বদলানো ছায়ারা নিজেকে খুঁজছে? 
কেন পথ হারানো মাতাল এই মহানগরে আশ্র‍য় খুঁজছে? 
খুঁজছে নিজের মতো দেখতে অন্য একটা মানুষ 
কেউ জানলো কি জানলো না তাতে কি 
দুটো মানুষ বাঁচবে 
কারণ বাঁচাটাই নিয়ম
আর অনিয়ম ওই দুটো মানুষ একইরকম দেখতে।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...