Saturday, January 1, 2022

স্বপ্নপুর

 খবর পেয়েছি তুমি স্বপ্নপুরে আছো 

আমি ছুটে গিয়ে ধরে ফেলি বসিরহাটের ট্রেন 

জীবন আর বেশ্যার পিঠে পিঠ ঠেকিয়ে দুলি 

অপেক্ষা গন্তব্য। 

.

অথচ আমি জানি পৃথিবীর মানচিত্রে  স্বপ্নপুর বলে কোন দেশ নেই 

শুধুই আছে গন্তব্য। 

...


ঋষি 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...