Saturday, January 1, 2022

স্বপ্নপুর

 খবর পেয়েছি তুমি স্বপ্নপুরে আছো 

আমি ছুটে গিয়ে ধরে ফেলি বসিরহাটের ট্রেন 

জীবন আর বেশ্যার পিঠে পিঠ ঠেকিয়ে দুলি 

অপেক্ষা গন্তব্য। 

.

অথচ আমি জানি পৃথিবীর মানচিত্রে  স্বপ্নপুর বলে কোন দেশ নেই 

শুধুই আছে গন্তব্য। 

...


ঋষি 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...