ভালো হয়ে যাবো
... ঋষি
.
প্রতিদিন ভাবি এইবার ভালো হয়ে যাবো
অনেক তো হলো
এইবার আর নিকোটিন পড়া ঠোঁটে আর তোমাকে চুমু খাবো না।
.
প্রতিদিন ভাবি তোমার চিবুকে আর তর্জনী ছোঁয়াবো না
এই তর্জনীতে লেগে আছে জন্য একলা থাকার সুখ
শব্দের ঘুম ভাঙা ঘরে আর কখনো তোমার দিকে তাকাবো না
আর লিখবো না তোমাকে সার্বজনীন কবিতার মতো
বরং এই বার একটা পাঠশালা খুলবো
যেখানে পড়াবো আমি ভালোবাসার পাঠ।
.
প্রতিদিন ভাবি এইবার ভালো হয়ে যাবো
ভাবি ভাবনার বাড়িটাকে চাঁদের আলোয় মুড়িয়ে দেব
তারপর বারন্দায় ইজিচেয়ারে একসাথে বসে চা আর মুড়ি খাবো
আর ভালো লাগে না পাশের বাড়ির ছাদে দড়িতে মেলা ব্রায়ের দিকে তাকিয়ে
ভাবনার ভিজে বাথরুমে একলা ঢুকতে।
আর ভালো লাগে না আচমকা ভিড়ের মাঝে কারোর বুকের খাঁজে
অন্ধকার কবিতা খুঁজতে
বরং মনে হয় আজকাল রামায়ণ পড়ি
চোখকে বলি সীতার পাতাল প্রবেশ মিথ্যা ছিল
কানকে বলি রাম একজন সত্যিকারের পুরুষ
আর নাককে বলি ওটা আসলে তোমার শরীরে গন্ধ না
তোমার উপস্থিতি।
No comments:
Post a Comment