এক বোকার দিনলিপি
... ঋষি
.
বোকা এবং ঈশ্বর
.
সহজ কথা সহজ ভাবে বলা ভালো
বোকা যারা তারা এমন কিছু বুঝতে পারে
যা একমাত্র ঈশ্বর পারেন ,
মানুষ মাত্র সকলেই সময়ের অধিবাসী আমরা
অথচ সময়কে মিথ্যে করে ভালোবাসতে বুদ্ধিমানেরা পারে
আর বোকারা পারে বোকা সাজতে চিরকাল।
.
শুকনো পাতা ও ঈশ্বর
.
পাতার গল্প এটা কিংবা পাতা ছেঁড়বার
সময়ের সাজে দূরে দাঁড়িয়ে বসুন্ধরা নাটকের মঞ্চস্থল
আমি বোকা সাধারণ ,
মঞ্চের উপর দাঁড়িয়ে ঈশ্বর বলে চলেছেন সত্যি উপাখ্যান
অথচ তুমি শুকনো পাতার প্রেমিকা
সবুজ ছেড়ে শুকিয়ে যাওয়ার গল্প লিখছো।
.
ষড়যত্র এবং ঈশ্বর
.
সত্যি আয়নার সামনে দাঁড়িয়ে ষড়যন্ত্রে চোখ মেলাও
চোখমেলাও ঈশ্বরের চোখে ,
যে কথা বলা হয়ে গেছে আজ ,কাল ,পরশুর গল্পে
তাকে রাতের অন্ধকারে ভালোবেসে লাভ কি ?
সত্যি যদি ঈশ্বর হতো
তবে মানুষের ভাবনায় পূজারী শব্দটা থাকতো না।
.
মানুষ ও ঈশ্বর
.
আদমের জীব হয়ে সত্যির জিভে অন্ধকার শুয়ে
জানি সকলে পারে না রৌদ্র হতে
সকলে পারে না লিখতে সত্যি একটা ভালোবাসার গল্প
কেউ কেউ ভালোবাসাকে রাস্তায় পুজো করে বেশ্যার শরীরে
আবার কেউ কেউ দরজার পাদানিতে লক্ষীর পেঁচা আঁকে
অথচ বুদ্ধিমানরা বোঝে না বোকারাও বোঝে।
No comments:
Post a Comment