Saturday, January 15, 2022

তোমাকে চাই

 


তোমাকে চাই 

... ঋষি 


মানুষ রোজ যেভাবে ঘাসে মুখ দিয়ে হাঁটে 

যে ভাবে হাঁটতে হাঁটতে হেমন্তের কণ্ঠের অনুকরণে  

          " পথ হারাবো  বলে এবার পথে নেমেছি "  গেয়ে ওঠে 

ঠিক সেই ভাবে আমি তোমাকে চেয়েছি। 

.

মানুষ যেভাবে মুঠোফোনে সেরে ফেলে সম্পর্ক 

যে ভাবে সময়ের সাথে হাঁটতে থাকে ঘড়ির কাঁটায় 

                        না চাইতে ছিঁড়ে ফেলে প্রিয় জুতো 

ঠিক সেইভাবে আমি তোমাকে চেয়েছি। 

.

মানুষ যেভাবে দামী ফোটোফ্রেমে সাজিয়ে রাখে নিজের অপমান বোধ 

নিজের কষ্টগুলো গুঁড়ো গুঁড়ো করে সাজিয়ে দেয় অন্ধকার আকাশে

                     ক্রমশ শিলাবৃষ্টি চেয়ে ,মাঘের শীতে লেপের ভিতর কাঁপে  

ঠিক তেমন করে আমি তোমাকে চেয়েছি। 

.

মানুষ যেভাবে সম্পর্কের নিচে চাপা পরে ভাবে এই তো জীবন 

ভীষণ একা থাকায় গেয়ে ওঠে রবীন্দ্রনাথের " ভালোবাসি ভালোবাসি "

                  হঠাৎ দেশের দ্রোহ নিজের গায়ে টেনে সঙ্গমেরত প্রেম  

ঠিক তেমন করে তোমাকে চাই। 


            


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...