Saturday, January 29, 2022

ইতিহাস খুঁজে ফেরা

 ইতিহাস খুঁজে ফেরা 

... ঋষি 


শান্তিনিকেতন হোক কিংবা রোমান কলোসিয়াম 

আমি মিউজিয়ামের কথা বলছি 

ঘুরেছি ,ঘুরছি ,অবাক হচ্ছি ,

ইয়া লম্বা হাতির দাঁত ,মমির শরীর ,তিমি মাছের দাঁত 

খড় গুঁজে রাখা প্রাগৈতিহাসিক আমি ,কিংবা পাখি কিংবা বাঘ 

অবাক লাগে ভাবতে এই পৃথিবীটাও কোনোদিন জ্যান্ত ছিল। 

.

অথচ সময় হলো বালিঘড়ি 

সে ইউনিভার্সিটি প্রাঙ্গন হোক ,নন্দনের সিঁড়ি হোক কিংবা হাওড়া ব্রিজ 

সেদিনও উড়তো শাড়ির আঁচল ,চোখে চোখে হাসি ,অভিমানী জল 

অথচ আজ 

কেন যে মিউজিয়ামের দেওয়ালে বড় করে লেখা থাকে 

ইতিহাসকে খুঁজে ফেরা। 

.

জানি ভবিষ্যতে কোনো একদিন এই শহরে ভালোবাসার মিউজিয়াম হবে 

হরেক রকম প্রেম 

শরীরের ,সময়ের ,প্রাপ্তির ,অভিযোগের ,অহংকারের 

কিন্তু সেখানে কষ্ট থাকবে না ,থাকবে না তুমি 

তাই তখন আমি কোনোদিন যাবো না সেই মিউজিয়ামে ,

সত্তর দশকের কিংবা তার আগের দেশপ্রেম 

চট্টগ্রাম বিপ্লবের রক্ত ভেজা বন্দুকের নল 

সেখানে থাকবে না 

আসলে ভালোবাসা প্রদর্শিত হলে সুখদায়ক চোখে 

কিন্তু বিজ্ঞপনী প্রেম আর উত্তাপের তফাৎ অনেকটা।  


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...