সংগোপনে
.. ঋষি
চুমুতে তোর কানের লতির লালচে আভা
বুকের দাগে উপছে ওঠা সমুদ্র ঢেউ
চোর পুলিশের খেলায় নেভে সাঁঝের আলো
আরেকটু প্রেম জড়িয়ে বাঁচে আমাকে কেউ।
.
দগ্ধ চুমু আধখানা খাই ,আধখানা সুখ
আমার কাছে বাঁচার মানে বৃদ্ধ সকাল
নরম পিঠে সোনা রোদের নোনতা এ স্বাদ
বাঘবন্দী খেলায় রাখা পোক্ত সে চাল।
.
দরজা খুলে উঠছে আগুন ,জানলা খুলে বিপন্নতা
লালায় লেগে অগ্ন্যুপাত ,মনের ভিতর কৃপণতা
সব খুলছে নিজের মতো ,সময় এখন নগ্ন দরাজ
অলকানন্দা নদীর যে নাম, আমার নামটি ব্যাকুলতা।
.
ফরসা উরু দেখায় এখন একলা আগুন
প্রেম আসলে বাস্তুভিটায় মেঘের পালক
আগুন নিয়ে খেলছি আমি দিনে রাতে
রাতদুপুরে এখন আমি মেঘের চালক।
.
ঠোঁটের সাথে ঠোঁট মিশে যায় একলা হলে
বুকের ভিতর জমানো সুর সারেঙ্গিতে
শরীর যদি না হয় প্রেম একলা সুখে
আমার সময় কাঁপায় তোকে আচম্বিতে।
No comments:
Post a Comment